খরচ ৯০০ টাকারও কম! এক রিচার্জে চলবে ১১ মাস! Jio-র এই অফারে কাছে কুপোকাত Airtel

রিলায়েন্স Jio সর্বদা নিজেদের দৈনিক, মাসিক কিংবা বার্ষিক প্ল্যানের জন্য পরিচিত। জিও-র তেমনই একটা জনপ্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে যেটি অনেকেই রিচার্জ করেন বটে। আর এই রিচার্জ প্ল্যানটি ১১ মাসের। হ্যাঁ ঠিকই শুনেছেন। যা সস্তার প্ল্যানের হিসাব অন্তর্ভুক্ত। জিওর এই প্ল্যানটির মূল্য কত জানেন? যদি না জেনে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

জিও-র ওয়েবসাইট অনুযায়ী, জিও-র এই ১১ মাসের প্ল্যানের মূল্য হল ৮৯৫ টাকা এবং এই প্ল্যানে গ্রাহকরা ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাচ্ছেন। এটি জিওর সবচেয়ে সস্তা প্ল্যান, যা দীর্ঘ ভ্যালিডিটি দেয়। এই প্ল্যানগুলি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য।

   

জিও-র ৮৯৫ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। আপনি যদি ২৮ দিনের সাধারণ রিচার্জ করে থাকেন তাহলে এই রিচার্জ প্ল্যানের সাহায্যে প্রায় গোটা বছরের জন্যই আপনার সিম কার্ড চালু থাকবে এবং টেলিকম সার্ভিস কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন নির্ঝঞ্ঝাট পরিষেবা। আপনি যদি ৩০ দিনের পরিকল্পনাটি দেখেন তবে ১১ মাসেরও বেশি বৈধতা পাওয়া যায়।

এতে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যায়। এখন আপনি যদি কল করার কথা বলেন, তাহলে আপনি এতে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। এই প্ল্যানে ২৮ দিনের জন্য ৫০ এসএমএসের সুবিধাও বিনামূল্যে পাওয়া যাবে। সামগ্রিকভাবে, এই পরিকল্পনাটি আপনার বাজেটের জন্য একদম আদর্শ হিসেবে প্রমাণিত হতে পারে। যদি এই প্ল্যান ২৮ দিনের জন্য বের করা হয়, তাহলে ২৮ দিনের জন্য গ্রাহকদের খরচ হবে প্রায় ৭৫ টাকা। ৩০ দিনের খরচের দিকে তাকালে ৮১ টাকা।

jio ambani 1280

এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য যারা কম দামে দীর্ঘ ভ্যালেডিটি চান রিচার্জের ওপর। যাঁদের ২টি সিম রয়েছে, তাঁদের জন্য এই প্ল্যানগুলি উপকারী হিসেবে প্রমাণিত হতে পারে। দ্বিতীয় সিমটি জিও-র এবং সারা বছর সস্তায় চালাতে চায়। এই পরিকল্পনা তাদের জন্য খুবই লাভজনক হবে। কম বাজেটে বেশি সুবিধা দিচ্ছে এই পরিকল্পনা। আপনি জিও অ্যাপ বা পেটিএম থেকে এটি ব্যবহার করতে পারেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর