কমবে দহনজ্বালা, ভ্যাপসা গরমের মাঝে এই ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

অবশেষে ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে চলেছেন বাংলার সাধারণ মানুষ। একদিকে যখন দহনজ্বালায় জ্বলছে সমগ্র বাংলা তখন নকটুন করে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হল। এখন আপনিও নিশ্চিয়ই ভাবছেন কোথায় কোথায় বৃষ্টি হবে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

ইতিমধ্যে আজ বুধবার ৩ এপ্রিল থেকে আগামী ৫ এপ্রিল অবধি বাংলার বেশ কিছু জেলার ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জেলার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে তো আবার কিছু জেলার পারদ ৪০ ডিগ্রির দিকে এগোচ্ছে। দুই মিলিয়ে নাজেহাল অবস্থা হয়ে রয়েছে বাংলার মানুষের। এরই মাঝে নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

   

তবে আপনি যদি মনে করেন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে, বৃষ্টি হবে তাহলে সেগুড়ে বালি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকবে। এছাড়া স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা থাকবে। এর পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে আপাতত উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ দোসর হবে বজ্রবিদ্যুৎ এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বললে, আগামী দিনে দক্ষিণের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বৈকি। এছাড়া হাওয়া অফিস আগামী পাঁচদিনে আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে আপাতত শুষ্ক আবহাওয়া চলবে ৷ যদিও শুক্রবারের পর কিছুটা হলেও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। শুক্রবারের পরে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর