দুই ম্যাচ জিতেও বিপদে শুভমনের কেরিয়ার! বড় দাবি সৌরভের

সংকটের মধ্যে শুভমন গিলের কেরিয়ার? সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে শোনা গিয়েছে তেমনই আশঙ্কার আভাস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সৌরভ। সৌরভের দাবি, গুজরাট টাইটান্সের জন্যই সমস্যার মুখে পড়তে চলেছেন শুভমন গিল।

এর আগের মরসুমে হার্দিক পান্ডিয়া ছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। মরসুম শুরু হওয়ার কিছু দিন আগে হার্দিক গুজরাট ছেড়ে পাড়ি দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। হার্দিক এখন মুম্বাই ইন্ডিয়ান্সে ক্যাপ্তেন। তিনি গুজরাট ছেড়ে যাওয়ার পর জিটি ফ্রাইচাইজি দল ভরসা রাখেন গুভমন গিলের ওপর। শুভমন গিল আপাতত এগিয়ে নিয়ে যাচ্ছেন গুজরাট টাইটান্সকে।

   

আইপিএল ২০২৪-এ গুজরাট টাইটান্স তাদের দলের ব্যাটন শুভমান গিলের হাতে তুলে দিয়েছে। গিলের নেতৃত্বে দল এখনও পর্যন্ত মোটের ওপর ভালো পারফর্ম করেছে। গুজরাট চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত মোট ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২টি ম্যাচ জিতেছে। পরিসংখ্যান থেকে এটা বলা হচ্ছে যে শুভমান গিল অধিনায়ক হিসাবে মোটামুটি ভালো কাজ করছেন। তা সত্ত্বেও শুভমান গিল তথা গুজরাট টাইটান্সকে নিয়ে বড় দাবি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের বর্তমান হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে শুভমান গিলের সমস্যা আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। দল হিসেবে গুজরাট টাইটান্স আপাতত ভালো খেললেও গিলের ভবিষ্যতের ওপর খারাপ প্রভাব পড়ছে বলে সৌরভ মনে করছেন। কী এমন বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

‘গুজরাট টাইটান্সের ম্যাচ খেলানোর ধরণ শুভমন গিলের ক্যারিয়ারের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। মাঠের বাইরে থেকে আশিস নেহেরা নির্দেশ দিচ্ছেন, গিল সেই অনুযায়ী ম্যাচ খেলাচ্ছেন। এর ফলে গিলের ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে। ঋষভ পন্থকে আমরাও পরামর্শ দিই। কিন্তু কোনও কিছু চাপিয়ে দিই না। পরামর্শ দেওয়ার পর পন্থ অধিনায়ক হিসেবে সেটা গ্রহণ করবেন কি না সম্পূর্ণ তাঁর ব্যাপার। অধিনায়ক গিলকে আরও একটু স্বাধীনতা দেওয়া প্রয়োজন।”

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর