আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি, এই দিন থেকে হাড় কাঁপানো ঠান্ডা! আবহাওয়ার খবর

গোটা দেশজুড়ে শীতের ঝোড়ো ব্যাটিং চলছে। বর্তমানে দেশের এমন বহু রাজ্য, শহর রয়েছে যেখানকার মানুষজন বাড়ি থেকে বেরোনোর কথা ভাবলেই রীতিমতো কেঁপে উঠছেন। শুধু ঠান্ডাই নয়, দাপিয়ে বেড়াচ্ছে ঘন কুয়াশাও। যদিও বাংলার কপালে এরকম হাড় কাঁপানো শীত অতীত হয়ে গিয়েছে যেন। শীত তো দূর অস্ত, বরং যখন শীত পড়ার কথা তখন জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে। ফলে বেজায় মন খারাপ বাংলার শীতপ্রেমীদের। আদৌ কি আর বাংলায় শীত ফিরবে? নাকি এরকম মেঘলা আবহাওয়া, বৃষ্টির মধ্যেই দিন কাটাতে হবে রাজ্যবাসীকে?

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি

এদিকে রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় তথ্য দিল আলিপুর আবহাওয়া অফিস, যা শুনে আপনিও চমকে উঠতে পারেন বৈকি। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ জানুয়ারির পর আবার পারদ পতন হতে পারে বলে জানা যাচ্ছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কলকাতায় এখনও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই সপ্তাহের শেষের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি ছুঁতে পারে। যদিও আজ শনিবার আবারও বাড়ল তাপমাত্রা।

১০ জানুয়ারি থেকে হাড় কাঁপানো ঠান্ডা

   

মূলত ভরা পৌষেও হাড় কাঁপানি শীত অনুভব করেনি রাজ্যের মানুষ। যদিও ১০ তারিখের পর থেকে এবং মকর সংক্রান্তির সময়ে ফের একবার চেনা শীত ফিরতে পারে বাংলায় বলে সাফ জানিয়ে দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা তিন জেলায় যেমন বীরভূম, মুর্শিদাবাদ ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন।

দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। নদিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

winter bengal

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পারদ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এটি ১৮ ডিগ্রিও স্পর্শ করতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব পড়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর