১৩, ১৪, ১৫, ১৬ …তুমুল দুর্যোগ! দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি, ভয়ঙ্কর অ্যালার্ট

আবারও একবার অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। গতকালের মতো আজ বুধবারও সকল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। আজ বেশ কিছু জেলায় ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রশ্ন উঠছে, কলকাতায় কি বৃষ্টি হবে?

এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও যদি শীতপ্রেমী হয়ে থাকেন এবিং একদম গরম পছন্দ না করে থাকেন তাহলে আপনার জন্য রইল খুবই হতাশাজনক খবর। বলা হচ্ছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বসন্ত বিদায় নিতে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৬°সে এর আশেপাশে। এরপর ধীরে ধীরে যত সময় যাবে চড়া হবে গরম। এক কথায় ভ্যাপসা গরমের সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ।

   

আজ বুধবার সকাল থেকে যেন আরও ভ্যাপসা গরম পড়তে শুরু হয়েছে। বাড়ি থেকে রাস্তায় বেরোতে গিয়েই কার্যত ঘেমে স্নান করে ফেলছেন অনেকে। যদিও আজ থেকেই কিছু জায়গায় আবহাওয়া বদলের সম্ভাবনা প্রবল। আজ থেকেই জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

rain 1

এখন আপনিও নিশ্চিয়ই জানতে উৎসুক যে কোথায় কোথায় বৃষ্টি হবে?  এদিন উপকূলের দুই জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। যদিও কলকাতা শহরবাসীর জন্য রয়েছে খারাপ খবর। বলা হচ্ছে, আগামী ২-৩ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়বে। ফলে গরম বাড়বে।

যদিও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দোসর হবে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর