রেডি রাখুন ছাতা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

কখনো রোদ তো আবার কখনো মেঘলা আকাশ, আবার রাত হলে বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝোড়ো হাওয়া, বিগত কয়েকদিন ধরে বাংলার আবহাওয়া কার্যত এমনই বজায় রয়েছে। এছাড়া নতুন করে দোসর হয়েছে ভ্যাপসা গরম। সব মিলিয়ে বাংলার মানুষের অবস্থা এই মার্চ মাসেই কাহিল হয়ে গেছে। আগামী দিনে বাংলার পারদ আরও বেশ খানিকটা চড়বে বলে খবর।

তবে এক বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কিছু জানেন? যদি না জেনে থাকেন তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে ঝটপট পড়ে ফেলুন প্ৰতিবেদনটি। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। আবার মাঝেমধ্যে ভাসা ভাসা কালো মেঘ এসে সূর্যকে লুকিয়ে দিচ্ছে। আজ কি বাংলার কোনো জেলায় বৃষ্টি হবে? এই প্রসঙ্গে বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস যা আপনারও শুনে রাখা জরুরি বৈকি। জানা যাচ্ছে, আজও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়।

   

এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। আজ হুগলি,নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা ও হাওড়াতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। ‌

যদিও উইকএন্ডে আরও ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে পূর্বাভাস। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর