৮ এপ্রিল সূর্যগ্রহণের দিন বাড়বে গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা! ভয়ঙ্কর সতর্কবাণী বিজ্ঞানীদের

সামনের মাসে হতে চলেছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। তার আগে সতর্কবার্তা জারি করেছে বিজ্ঞানীরা। সাধারণত কোনওরকমের গ্রহণ নিয়ে বিজ্ঞানীরা কোনও সাবধানবাণী জারি করেন না। কিন্তু এবার খুব স্পষ্টভাবে সাবধানে থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরের আগামী ৮ এপ্রিল পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। সে ব্যাপারেই বিজ্ঞানীরা এবার চিন্তিত। কারণ, শেষবার যখন পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল তখন নাকি ঘটেছিল একাধিক দুর্ঘটনা। পুরনো ঘটনার পুনরাবৃত্তি আর চাইছেন না বিজ্ঞানীরা। তাই আগেভাগে সতর্কতা।

ব্যাপারটা আসলে কী?

   

আগেই বলা হয়েছে যে আগামী চলতি বছরের আগামী ৮ এপ্রিল পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আমেরিকা থেকে। আমেরিকায় শেষবার ২০০৭ সালে হয়েছিল এই পর্যায়ের গ্রহণ। তখন বেশ কিছু দুর্ঘটনা ঘটার খবর শোনা গিয়েছিল। এবার আর কোনও অপ্রীতিকর ঘটনা চাইছে না সেই দেশের বিজ্ঞানীরা। তাই আগে থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে।

গ্রহণ সংক্রান্ত কোনও কুসংস্কার?

গ্রহণের সঙ্গে কুসংস্কারের সম্পর্ক দির্ঘ দিনের। মানুষের মধ্যে এ ব্যাপারে ব্যাপক প্রচার চালানো হলেও সবার মন থেকে এখনও কুসংস্কার পুরো মাত্রায় দূর হয়নি। বিজ্ঞানীরাও কোনও কুসংস্কারের কথা বলছেন। তাদের আশঙ্কা আলোর তারতম্যের কারণে ঘটা সড়ক দুর্ঘটনার কথা। তাই চালকদের সতর্ক করা হয়েছে।

টরন্টো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. ডোনাল্ড রিডেলমেয়ার এক লেখনীতে দাবি করেছেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এক ঘণ্টার সময় দিনের বেলা হঠাৎ আলো ম্লান হয়ে যাওয়া এবং তারপর হঠাৎ অন্ধকারের কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটে না। বরং দুর্ঘটনা ঘটে তার আগের ও পরের সময়। এই মুহুর্তে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর