রবিতে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কমলা সতর্কতা জারি

ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে গিয়েছেন বাংলার মানুষজন। সকাল হোক বা বিকেল, বাড়ি থেকে বাইরে বেরোতে গেলেই যেন কালঘাম ছুটে যাচ্ছে ছোট থেকে বড় সকলের। যদি এসবের মাঝেই ফের বাংলায় এবার ঝেপে বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।

গতকাল শনিবারের মতো আজ রবিবার অর্থাৎ ছুটির দিন মেঘলা আকাশ দেখেই কলকাতা শহরবাসীর ঘুম ভেঙেছে। সকলের প্রশ্ন আজকে তবে অবশেষে শহর কলকাতায় তথা সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে? এই প্রসঙ্গে এবার বড়সড় আপডেট দিল আলিপুর মৌসম ভবন যা আপনারও শুনে রাখা জরুরী বৈকি। আর রবিবার ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে। সেই সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া হাওয়ার গতিবেগ হতে পারে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

   

আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। এছাড়া ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলাগুলিতে।

অন্যদিকে প্রবল বজ্রপাতে আশঙ্কা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। যদিও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কম তবে আকাশ মেঘলা থাকবে। বলা হচ্ছে, আগামী ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তেড়েফুঁড়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার সকালবেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা গুলিতে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর