গুমোট গরমের মাঝেও জেলায় জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস! সঙ্গে রাখুন ছাতা

সকাল থেকে গুমোট গরম পড়ছে। আকাশ মেঘলা করলেও ঝড় বৃষ্টির দেখা নেই। এদিকে ফুরফুরে হাওয়া বইলেও হাওয়া থামতেই সেই থেকে থেকে ফিরে আসছে ভ্যাপসা গরম। এদিকে ভ্যাপসা গরমে বাড়ি থেকে বেরোতে হবে সেটা ভেবেই এখন অনেকে কেঁপে উঠছেন। যাইহোক, কলকাতা সহ সমগ্র রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথায় কী? এমনই প্রশ্ন তুলেছেন সকলে।

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, কিছু ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার আমূল বদল ঘটবেম হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আদ্র ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৫°সে এর আশেপাশে। সাধারণ মানুষের প্রশ্ন আজ শুক্রবার কি বৃষ্টি হবে? এই প্রসঙ্গে এবার আপডেট দিল আলিপুর হাওয়া অফিস যা আপনারও বাড়ি থেকে বেরোনোর আগে জেনে রাখা জরুরি।

   

জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৫ থেকে ৬ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আকস্মিক ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি

আজ বাংলার একাধিক জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। তবে শুক্রবারের তুলনায় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এই বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও মোটের ওপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। ফলে এই সময়ে আপনি উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান ফেঁদে ফেলতেই পারেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর