বিকেলে ঝড়-বৃষ্টিতে কাঁপবে কলকাতা! দক্ষিণবঙ্গে টানা ৫ দিন দুর্যোগ

সপ্তাহান্তে অনেকেরই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। আপনারও কি আছে আজ কোথাও যাওয়ার প্ল্যান? তাহলে দাঁড়ান, আপনার আনন্দে কিন্তু জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আজ শনিবার সকাল থেকে আকাশের অবস্থা ভালো নয়। কালো মেঘের চাদরে রীতিমতো ঢেকে রয়েছে আকাশ। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে।

অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে তাহলে কি আকাশ কালো করে ধেয়ে আসছে বড় রকমের কোনও দুর্যোগ? এই প্রসঙ্গে এবার প্রকাশ্যে এল বড় আপডেট। বাংলায় কালবৈশাখীর ভ্রূকুটি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

   

সকালের দিকে ভ্যাপসা গরম, আকাশ কালো থাকলেও আজ কলকাতায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া অফিসের তরফে বাংলার জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে বলে খবর।

আজ কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। শনিবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার সর্বত্রই বৃষ্টি বাড়তে পারে। সোম থেকে বুধবার পর্যন্ত সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। যদিও হাওয়া অফিসের মতে, দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে।

শুধুমাত্র আজকেই নয়, আগামীকালও বাংলার জেলায় জেলায় এমনই পরিস্থিতি থাকবে বলে খবর। চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কিছু জেলায় ঘণ্টায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময়ে খোলা আকাশের নীচে থাকবেন না। বজ্রপাত চলাকালীন কংক্রিটের ছাদের নীচে থাকুন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর