রাতভর ঝড়-বৃষ্টির তাণ্ডব, বুধে সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। মঙ্গলবার-বুধবার রাতেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা শহর সহ রাজ্যের বহু জেলায়। এদিকে বৃষ্টি যেন অনেকটাই বাঁচাল শিতপ্রেমীদের। রাতভর বৃষ্টিতে আজ বুধবার সকাল থেকেই শহরজুড়ে ঠান্ডা আমেজ।

যদিও কিছুক্ষণের বিরতি নিয়ে আকাশ কালো করে ফের শহরজুড়ে বৃষ্টি নামল। অনেকেই আছেন যারা ছাতা সঙ্গে করে নিয়েছিলেন আবার অনেকেই আছেন যারা আজ বিনা ছাতা নিয়ে বাড়ি থেকে বেড়িয়েছেন। অতঃপর ভিজতে হচ্ছে সকলকে। রাতভর হওয়া বৃষ্টির কারণে অনেকটাই ভ্যাপসা গরম কেটে গিয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

   

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজও জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। আজ ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, পুরুলিয়া , হাওড়া, হুগলি,কলকাতায়।

৬০ কিমি বেগে ঝড়

জানা যাচ্ছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত অঞ্চলে ফের একবার নতুন করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের মূলত ২টি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। আজ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

অন্যদিকে কলকাতায় রাতভর হওয়া বৃষ্টিতে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। এছাড়া হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর