বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়, বৃষ্টি! অ্যালার্ট জারি করল IMD

বসন্তের কাঠফাটা রোদেই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে বাংলার সাধারণ মানুষের। রাতে বা ভোরের দিকে কয়েকদিন আগে অবধি শীত শীত অনুভূতি হলেও গতকাল থেকে সে ঠান্ডা আবহাওয়াও যেন গায়েব হয়ে গিয়েছে। গাছের একটা পাতাও নড়ছে না। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। মনে হচ্ছিল বৃষ্টি হবে। কিন্তু সেগুড়ে বালি।

এদিকে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার থেকে বাংলার আবহাওয়ার বদল ঘটবে, তবে আচমকাই ভোলবদল ঘটল আবহাওয়ার। বৃহস্পতিবার নয় আগামীকাল বুধবার থেকেই বাংলার জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিল আলিপুর মৌসম ভবন।

   

ইতিমধ্যে সতর্কতা অবধি জারি করে দেওয়া হয়েছে। এখন আপনিও নিশ্চিয়ই ভাবছেন যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে? তাহলে জানতে পড়ুন এই প্রতিবেদনটি। হাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rainfall bengal

তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে মোটামুটি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে বলে খবর। সঙ্গী হবে দমকা হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দোসর হবে বজ্রবিদ্যুৎ।

জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হবে রবিবার থেকে। তবে তার আগে বুধবার উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও হবে বৃষ্টি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর