ভোটের আগে প্রচুর চাকরি, বড় ঘোষণা খোদ মমতার! লটারি লাগল এদের

লোকসভা নির্বাচনের আগে নিজেদের কোমর বাঁধতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। কেন্দ্র, রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বড় বড় ঘোষণা। সেই সঙ্গে রয়েছেপ প্রতিশ্রুতির বন্যা। ভোটমুখী রাজ্যে প্রতিশ্রুতির বন্যা বওয়া স্বাভাবিক কথা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জনসভা থেকে বড় ঘোষণা করেছেন। এই ঘোষণা সত্যি হলে যুব সমাজে চাকরির কোনও অভাব হবে না বলে মনে করা হচ্ছে না।

হাবড়ায় ছিল তৃণমূলের জনসভা। সভায় নিজের বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান থেকে চাকরির ব্যাপারে কিছু বড় ঘোষণা তিনি করেছেন। ‘কর্মশ্রী’ প্রকল্প চালুর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এটি আদপে একটি জব কার্ড। বলা হচ্ছে, এই জব কার্ড থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জব কার্ড হোল্ডারদের বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

   

হাবড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেলেও, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, আমরা ১০০ দিনের কাজের টাকা দিয়েছি। ওটা নামেই ১০০ দিনের কাজ ছিল। আসলে বছরে ওটা হতো ৩০-৩৫ দিনের কাজ। তাই আমরা ধাপ্পা না দিয়ে, আর দিল্লির কাছে মাথা নত না করে, আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করার কথা ঘোষণা করছি। যাতে ৫০ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাঁদের টাকা নিশ্চিন্ত থাকবে।”

wb job

প্রতি বছরে ভোটের আগে বড় কোনও ঘোষণা করা হয়ে থাকে। এ ব্যাপারেও তার ব্যতিক্রম হল না। জব কার্ড নিয়ে রাজ্য সরকার যে বড় কিছু ঘোষণা করতে পারে সে ব্যাপারে আন্দাজ রাজনৈতিক মহলের অনেকেই করেছিলেন। শেষ পর্যন্ত সেই ঘোষণা করা হল প্রশাসনের পক্ষ থেকে।

এবারের বাজেট ভাষণের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘কর্মশ্রী’ প্রকল্পে ৫০ দিনের কাজ দেওয়া হবে। বছরে কর্মীরা যাতে অন্তত ৫০ দিন কাজ করে অর্থ উপার্জন করতে পারেন সে ব্যাপারে নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর