দুর্যোগের অশনি সংকেত বাংলায়, শনিতে কাঁপানো ঝড়-বৃষ্টির পূর্বাভাস ১০ জেলায়

অক্ষরে অক্ষরে যেন মিলে যেতে চলেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। সকাল থেকে রোদের দেখা নেই। মেঘে ঢেকে রয়েছে সমগ্র আকাশ। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, বজায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। আজ শনিবার সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া জানেন? বৃষ্টি হবে নাকি ফের ভ্যাপসা গরম বজায় থাকবে? জেনে নিন।

আজ বাংলায় ঝেঁপে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে দমদম বাজও পড়বে বলে খবর। মূলত নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জেরে বাংলার আবহাওয়া নতুন কফে চোখ পাল্টি করবে। বর্তমান সময়ে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ু তো রয়েইছেই, এর পাশাপাশি হু হু কলরে জলীয় বাষ্প ঢুকছে। সব মিলিয়ে দুর্যোগপূর্ণ অবহাওয়ার সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষজন। আজ বজ্রবিদ্যুৎ সহ কাঁপানো বৃষ্টি নামবে বাংলাজুড়ে বলে খবর।

   

এদিন দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। আজ বৃষ্টি হবে শহর কলকাতাতেও। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। আজ শনিবার বেশ কিছু জায়গায় ক্ষেত্রে সতর্কতা জারি করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এদিন উত্তরবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ জারি করেছে হাওয়া অফিস।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর