এবার সস্তায় হবে পুরুলিয়া ভ্রমণ, একগুচ্ছ হোমস্টের অনুমোদন পশ্চিমবঙ্গ সরকারের

রোজকার জীবনে কমবেশি অনেকেই হাঁপিয়ে পড়েন। সেক্ষেত্রে দুদিনের জন্য কছেপিঠে ঘুরে আসতে কার না ভালো লাগে। কিন্তু সবসময় চাইলেই তো আর ঘুরতে যাওয়া সম্ভব হয় না। সকলকেই বাজেটের কথা ভাবনা চিন্তা করতে হয়। আর এই বাজেটের কথা ভাবনাচিন্তা করে আবার অনেকেই আছেন যারা কম খরচায় কাছেপিঠে থেকে ঘুরে আসেন।

ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কম খরচে এবং কাছেপিঠে জায়গার মধ্যে অন্যতম হল দিঘা, পুরী নয়তো পুরুলিয়া। আপনিও কি সাম্প্রতিক সময়ে পুরুলিয়া যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল এবার সোনায় সোহাগা খবর। পুরুলিয়ার পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

   

পাহাড় হোক বা সমতল, অনেক সময়েই দেখা গিয়েছে থাকার জায়গা মেলে না। যাও বা মেলে তার দাম হয়তো আকাশচুম্বী হয়ে যায়। সিকিম, দার্জিলিং-এ এমন সমস্যা আকছার হয়। কিন্তু পুরুলিয়াতেও কম হয় না। ফলে আপনারও যদি প্রথমবার পুরুলিয়া গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে এবং আবারো যাওয়ার নাম শুনলেই আঁতকে উঠে থাকেন তাহলে চিন্তা করবেন না। কারণ পর্যটকদের জন্য রইল এবার বড় খবর। এবার পুরুলিয়া গিয়ে থাকা হবে একদম মাখনের মতো।

কেন জানেন? কারণ এবার এখানে একসঙ্গে ৩০টি হোমস্টেকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এমনিতে পর্যটকদের মধ্যে হোমস্টেতে থাকার প্রবণতা বেশি। ফলে এবার সকলের কথা মাথায় রেখে পুরুলিয়াতেও বেশ কয়েকটি হোমস্টেকে অনুমোদন দিয়েছে সরকার। আর এগুলির ভাড়াও সকলের সাধ্যের মধ্যেই হবে বলে খবর। এতে করে পর্যটন ব্যবসাও আরও ফুলেফেঁপে উঠবে বলে মনে করা হচ্ছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর