বৃষ্টি অতীত, দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহের অ্যালার্ট! হু হু করে চড়বে পারদ

অস্বস্তিকর ও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের মানুষের। জ্বালাপোড়া গরম যেন পিছুই হটতে চাইছে না। সকাল হোক বা বিকেল, বাড়ি থেকে বেরোনোর নাম শুনলেই এখন যেন অনেকে আঁতকে উঠছেন। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া দুর্যোগে ভরপুর থাকলেও এদিকে কাঠফাটা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকভাবেই সকলের প্রশ্ন, বৃষ্টি কি হবে?

আপনিও যদি বৃষ্টির অপেক্ষায় থেকে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, বৃষ্টি নয়, আগামী কয়েকদিন হু হু করে তাপমাত্রা বাড়বে বাংলার। এছাড়া ভারী বৃষ্টির কোনওরকম সম্ভাবনাও নেই। তবে কোথাও কোথাও যদি বজ্রগর্ভ মেঘের পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে গরম কিছুটা কম অনুভূত হবে।

   

এদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই, মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে তাপপ্রবাহের সর্তকতা থাকছে। সবথেকে বড় কথা, এই জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশিও ছাড়িয়ে যেতে পারে।

তবে কিছুটা স্বস্তিজনক আবহাওয়া পাবে উত্তরবঙ্গ। যেমন আজ মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে এই মরসুমে যাতে শরীর খারাপ না করে তার জন্য কিছু পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেমন সারা দিনে প্রচুর পরিমাণ জল পান করুন। তেষ্টা না পেলেও জল খাওয়া প্রয়োজন। এদিকে হাওয়া অফিসের পরামর্শ, দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, ছাঁচ, লেবু-জল পান করা উচিত। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়া উচিত।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর