হয়ে গেল চূড়ান্ত, এই রুটেই ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার

সাধারণ মানুষের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। যারা ট্রেনে উঠতে ভালোবাসেন তাঁরা জীবনে একবার হলেও এই ট্রেনে ওঠার স্বপ্ন দেখেন। আপনারও কি এই ট্রেনে উঠতে ভালো লাগে? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর।

এমনিতে সাধারণ রেল যাত্রীদের কথা ভাবনাচিন্তা করে দফায় দফায় সুযোগ সুবিধা প্রদান করে আসছে ভারতীয় রেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ট্র্যাকে ছুটতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজধানী রুটে ছুটবে এই ট্রেন। রেলের এক আধিকারিক জানিয়েছেন, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। এতে রাজধানীর মতো থ্রিএসি, টু এসি এবং ফার্স্ট এসি কোচ থাকবে। বার্থ, এয়ার ডাক্ট, ক্যাবল ডাক্ট, ওয়াশরুমের ডিজাইনও রাজধানীর চেয়ে আলাদা হবে।

   

শুধুমাত্র তাই নয়, এই ট্রেনের সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার। এটি প্রতি ঘণ্টায় হবে, যাতে কম সময়ে দীর্ঘ দূরত্ব সম্পন্ন করা যায়। ৮২৩ জন যাত্রী সওয়ার হতে পারবেন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে এই ট্রেন ছুটবে? তাহলে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। চলতি এপ্রিল মাসেই হয়তো বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে রেল ট্র্যাকে ছুটতে দেখা যাবে। এমনিতে বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্সের কারখানায় এখন ১০টি বন্দে ভারত স্লিপার তৈরীর কাজ চলছে জোরকদমে। আগামী জুন মাসে তারা প্রথম বন্দে ভারত স্লিপার ট্র্যাকে নামাবে। তবে তার আগেই হয়তো ট্রায়াল হয়ে যেতে পারে।

শুধুমাত্র তাই নয়, রেল সূত্রে খবর, বেঙ্গালুরুর ওই সংস্থার বন্দে ভারত স্লিপার তৈরির পাশাপাশি কলকাতারও একটি সংস্থা বন্দে ভারত স্লিপার তৈরি করবে। ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরির জন্য ৫০টি বন্দে ভারত স্লিপার তৈরীর টার্গেট বেঁধে দিয়েছে রেল বোর্ড। মূলত রাজধানীর রুটে এই ট্রেন চালানোর কথা ভেবেছে রেল। অর্থাৎ আগামী দিনে রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন আর ট্র্যাকে ছুটতে দেখা যাবে না বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর