বাংলার ১৩ জেলায় ঝেঁপে বৃষ্টি, বইবে দমকা হাওয়াও! তীব্র সতর্কতা জারি

এখন শীতকাল না গ্রীষ্মকাল ধরতে পারছেন না সাধারণ মানুষ। কারণ ভোরের দিকে বা রাতের দিকে শীতল আবহাওয়া থাকলেও দুপুর যত করায় ততই যেন আবহাওয়া গায়ে ফুটতে থাকে। দুপুরের দিকে রাস্তায় বেরোনোর নাম শুনলে এখন অনেকের গায়ে ইতিমধ্যে জ্বর আসতে শুরু করে দিয়েছে বিগত বেশ কিছুদিন ধরে বাংলার আবহাওয়া এককথায় শুকনো হয়ে গেছে। তবে বৃষ্টি কি আর হবে না? এই প্রশ্ন তুলেছেন সকলে।

যদিও এবার বাংলার আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর মৌসম ভবন যা শুনলে আপনিও চমকে উঠতে পারেন। আজ সোমবার বাংলায় কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি আগামী মঙ্গলবার এবং বুধবারেও উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনও অংশেই তেমন বৃষ্টি হবে না, মোটের ওপর শুষ্ক থাকবে আবহাওয়া বলে খবর। তবে বৃহস্পতিবার থেকে ফের একবার বাংলার আবহাওয়া বদলের বড়সড় ইঙ্গিত দিল হাওয়া অফিস। বাংলার জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

   

কবে এবং কোথায় বৃষ্টি হবে জানেন? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তাও কিনা আবার বজ্রবিদ্যুৎ-সহ।

এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ এই তিন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হাওয়া বইবে। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  এদিকে আজ সোমবার শহর কলকাতা তাপমাত্রা ১৮ ডিগ্রি ঘরে রয়েছে। এটি সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ কোথাও বৃষ্টি হবে না।আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

এছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার তাপমাত্রা আরো বেড়ে যাবে, ঘর থেকে বেরোনো অবধি মুশকিল হতে পারে আপনার।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর