আজই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! তোলপাড় ৭ জায়গায়, রইল আজকের আবহাওয়া

বাঙালির সকালে ঘুমটা ভাঙছে বিভিন্ন ধরণের আবহাওয়া (Weather) দেখে। রোজ রোজ আমূল পরিবর্তন ঘটছে আবহাওয়ার। কখনো খুব ঠান্ডা তো কখনো গরম। বাংলায় বিগত কয়েকদিন ধরে কার্যত এমনই হচ্ছে।

ডিসেম্বর মাসটা মন খারাপের মধ্যে দিয়ে কাটলেও জানুয়ারি মাসের শুরুটা বেশ ভালো হয়েছে। অন্তত বেজায় খুশি হয়েছেন শিতপ্রেমী বাঙালিরা। বিগত ৩ দিনে ধরে নতুন করে শীতের দাপট শুরু হয়েছে বাংলাজুড়ে। এই ঠান্ডা আবহাওয়ার হাত থেকে রেহাই পায়নি কিন্তু শহর কলকাতাও। এখন আর গরম জমায় শীত ভাঙছে না, সবারই গায়ে সোয়েটার ও জ্যাকেটের দেখা মিলছে। আজ বৃহস্পতিবার নতুন করে পারদ পতন হয়েছে বাংলায়।

   

আজ নতুন বছর ও নতুন সপ্তাহের চতুর্থ দিনে ১৫ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রেকর্ড হল। যদিও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই বৃষ্টি হবে রাজ্যে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। এই ভরা শীতে কোন কোন জেলাগুলি বৃষ্টিতে ভিজবে জেনে নিন।

বায়ুমণ্ডলের উপরিভাগে অবস্থান করছে ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার ৭ জেলা।

kolkata winter

দক্ষিণবঙ্গের যেই জেলাগুলোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

আজ থেকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দার্জিলিং-এর বিভিন্ন অংশে। হতে পারে তুষারপাতও। ফলে এই জেলাগুলির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও চিন্তা নেই, আগামী ১০ জানুয়ারি থেকে ফের আমূল বদল ঘটবে আবহাওয়ার। ফের একবার জাঁকিয়ে শীত কাকে বলে তা টের পাবেন বাংলার মানুষ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর