কাঁটা নিম্নচাপ! আবহাওয়ায় আমূল পরিবর্তন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তেড়েফুঁড়ে বৃষ্টি 

এপ্রিল মাস এখনও আসেনি। কিন্তু তারই মাঝে তীব্র তাপদাহে পুড়ছে বাংলার একের পর এক জেলা। এই জ্বালাপোড়া গরম থেকে রেহাই পাচ্ছেন না খোদ কলকাতা শহরবাসীও। তবে আপনি যদি এই গরমেই কাহিল হয়ে পড়েন তাহলে আপনার জন্য আরও খারাপ অপেক্ষা করছে। ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সবই হবে তবে পাল্লা দিয়ে বাড়বে গরমও।

আজ শুক্রবার। অর্থাৎ রাত পোহালেই শুরু হিয় যাবে উইকএন্ড। কিন্তু এই উইকএন্ডেও যেন স্বস্তি নেই। এদিকে শুক্রের সকাল থেকেই মেঘ রোদের খেলা চলছে রীতিমতো। তবে মেঘের পরিমাণটা একটু বেশিই। যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামল বলে। সত্যিই কি তাই? আজকের আবহাওয়া প্রসঙ্গে বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস যা আপনারও শুনে রাখা জরুরি বৈকি।

   

জানা যাচ্ছে, বাংলাজুড়ে আজ আকাশ পরিষ্কার থাকলেও আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়ছে। আগামী দিনে আরও বাড়বে বলে খবর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে পূর্বাভাস। যদিও আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে বলার খবর।

বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে, ১ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আমূল পরিবর্তন ঘটবে বাংলার আবহাওয়ার বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর