1 বা 2 নয়, এক্কেবারে 7 দিন সরকারি ছুটির ঘোষণা নবান্নের! রইল দিনক্ষণ

লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের একের পর এক রাজ্য থেকে শুরু করে একাধিক জেলা। তপ্ত হয়ে রয়েছে দেশের আবহাওয়া। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে রণনীতি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ঠিক একইভাবে বাংলাতেও এই আসন্ন ভোটকে কেন্দ্র করে সাজো সাজো রব হয়ে রয়েছে।

এদিকে আসন্ন এই ভোটের আগেই চরম পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ করে আপনিও যদি বাংলার বাসিন্দা হয়ে থাকেন সর্বোপরি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসন্ন এই ভোটকে নিয়ে এবার বিশেষ এক বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। জানলে খুশি হবেন, ভোটের দিনগুলোতে সরকারি কর্মীদের ছুটি থাকবে বলে ঘোষণা করা হল।

   

এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সাফ সাফ ঘোষণা করে দিয়েছে নবান্ন। নবান্নের এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দিনগুলিতে নির্দিষ্ট কেন্দ্রের কর্মীরা সবেতন ছুটি পাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪-এর লোকসভা ভোট মোট ৭ দফায় হবে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে ১৩ মে, ২০ মে ২৫ মে এবং ১ জুন।

বাংলায় যে যে দিন ভোট হবে এই তারিখের মধ্যে সেখানে কর্মীদের ছুটি দেওয়া হবে। যেমন প্রথম দিন অর্থাৎ ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট রয়েছে। সেক্ষেত্রে এদিন সব অফিসের দরজা বন্ধ থাকবে। এমনকি কেউ যদি নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত কর্মীরা থেকে থাকেন তাহলে নিজেদের এলাকার ভোটের দিন ছুটি পাবেন। পুননির্বাচনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে।

নবান্ন আরো জানাচ্ছে, যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। ভোটপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের যদি গভীর রাত পর্যন্ত ভোটের কাজ করতে হয়, তাহলে ভোটের পরের দিন তাঁরাও ছুটি নিতে পারবেন। ফলে নবান্নের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি কর্মীরা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর