জোড়া ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, শুক্রে বাংলার ১১ জেলায় চলবে ঝড় বৃষ্টির তান্ডব

সকাল সকাল ফের একবার বাংলার আবহাওয়া নিয়ে বিরাট আপডেট প্রকাশ্যে এলো। আজ শুক্রবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া জানেন? যদি না জেনে থাকেন তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে জেনে রাখুন। বিগত দুদিনের মতন আজ শুক্রবারও বাংলায় নতুন করে দুর্যোগের মতন পরিস্থিতি বজায় থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।

আজও দফায় দফায় কলকাতা সহ বাংলার বহু জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে। সেই সঙ্গে বইবে দমকা হাওয়া। সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এরপর যত বেলা গড়াবে ততই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিনও সূর্যের দেখা মিলবে কিনা সন্দেহ। এছাড়া সকাল থেকেই ঠান্ডাটা যেন বেশ জাঁকিয়ে পড়েছে। কিন্তু আজ থেকেই বৃষ্টির পালা কমবে দক্ষিণবঙ্গ থেকে। একেবারে না গেলেও মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

   

আজ মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা অবধি জারি করা হয়েছে। যদিও বাকি জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কথা বললে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।  জানা যাচ্ছে, যেহেতু জোড়া ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যে কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির তান্ডব চলবে বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর