রাত গড়ালেই IPL! জানেন এবারের সবথেকে সস্তার অধিনায়ক কে? নাম, ফিস চমকে দেবে

বেজে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) সতেরোতম সংস্করণের দামামা। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই চিপকে হুরু হবে ক্রিকেট উৎসব। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও র‍য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। IPL 2024 শুরু হওয়ার আগে কিছু পরিসংখ্যান নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। প্রতিটি ফ্রাঞ্চাইজি দলের অধিনায়কদের নিয়ে আলাদা করে আলোচনা হচ্ছে। কিন্তু জানেন কি আইপিএল-এর সবথেকে কম দামের অধিনায়ক কে?

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে ২০.৫০ কোটি টাকার বিনিময়ে এবারের নিলাম থেকে দলে নিয়েছে এসআরএইচ।

   

এবারেও লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক ভারতীয় ক্রিকেটের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। ১৭ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে রেখেছে এলএসজি।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর এবারেই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নামতে চলেছেন তিনি। ঋষভের জন্য ক্যাপিটালসের খরচ হচ্ছে ১৬ কোটি টাকা।

গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে দলে এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। খরচ হয়েছে আনুমানিক ১৫ কোটি টাকা।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ভ্রতের এই উইকেটকিপার ব্যাটারের জন্য রাজস্থানের এই ফ্রাঞ্চাইজির খরচ হচ্ছে ১৪ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। গতবার চোটের কারণে আইপিএল খেলতে পারনেননি। আইয়ারের জন্য কেকেআর-কে খরচ করতে হচ্ছে ১২.২৫ কোটি টাকা।

পাচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের জন্য খরচ হচ্ছে ১২ কোটি টাকা।

পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন। মূল্য ৮.২৫ কোটি টাকা।

হার্দিক পান্ডিয়ার পর গুজরাট টাইটান্সের ব্যাটন এবার শুভমন গিলের হাতে। খরচ হচ্ছে ৮ কোটি টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস। ক্যাপ্টেনের জন্য ক্লাবের খরচ হচ্ছে ৭ কোটি টাকা।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর