তেড়েফুঁড়ে আসছে ঘূর্ণাবর্ত, ৫০ কিমিতে বইবে ঝড়! দক্ষিণবঙ্গে ৭ দিন বৃষ্টির পূর্বাভাস

ফের একবার স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। হ্যাঁ ভ্যাপসা গরমের মাঝে এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিল আইএমডি। এমনিতেই গরমের হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছেন মানুষ। কবে এই গরম যাবে তা নিয়ে প্রশ্ন অবধি তুলতে শুরু করে দিয়েছেন সকলে। বাড়ি থেকে বেরোলেই গলদঘর্ম অবস্থা হয়ে যাচ্ছে সকলের। যদিও এরই মাঝে বাংলায় ঝেঁপে বর্ষণের ইঙ্গিত দিল হাওয়া অফিস।

উত্তরবঙ্গের পাশাপাশি স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। মূলত একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের আধিক্যে কপাল ভালো থাকলে আগামী ৭ দিন বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। ভিজবে উত্তর থেকে দক্ষিণ। তবে শুধুমাত্র বাংলাই নয়, দেশের আরও বহু রাজ্য কাঁপানো বৃষ্টিতে ভিজতে চলেছে বলে খবর।

   

হাওয়া অফিস জানাচ্ছে, যেহেতু উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে দক্ষিণ-পূর্ণ অরুণাচল প্রদেশ অবধি বিস্তৃত আছে একটি অক্ষরেখা। এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবশ করছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে। যে কারণে কয়েকদিন ভারতের উত্তর পূর্বাংশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের ভ্রূকুটি তৈরি হয়েছে। শুধুমাত্র বৃষ্টিই নয়, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া, যার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি/

সিকিম এবং উত্তরবঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার অবধি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অসম, মণিপুর, সিকিম, মেঘালয়, মিজোরামেও। বৃষ্টি হবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিচারে বৃষ্টির দাপট হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর