একটাই স্টেশন, কিন্তু নাম দুটি! সাঁইথিয়ায় ছড়াল বিতর্ক

দিনের পর দিন ভারতীয় রেল দেশের গর্ব বাড়িয়েই চলেছে। প্রত্যেক দিন লাখ লাখ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার জন্য এই রেলকে ব্যবহার করেন। কেউ ছুটে চলেছেন কাজের তাগিদে তো কেউ আবার এই ট্রেনে সওয়ার হয়ে ঘুরতে যাচ্ছেন। যাইহোক, এই রেলের অবদান মানুষের জীবনে কোনওদিন কমবে না।

এই ট্রেনের পাশাপাশি রেলস্টেশনগুলিও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পরেছে। রেল স্টেশন তৈরিই করা হয় সাধারণ মানুষের সুবিধার্থে। সেইসঙ্গে রেলস্টেশনের আলাদা আলাদা পরিচয়ের জন্য আলাদা নাম অবধি দেওয়া হয়ে থাকে। কিন্তু বাংলায় এক নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে, যা দেখা বা শোনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

আজ কথা হচ্ছে সাঁইথিয়া জংশন স্টেশনকে নিয়ে। এই রেল স্টেশনটি বহু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করেন। বহু দূরপাল্লার ট্রেনও এই স্টেশনের ওপর দিয়ে যায়। কিন্তু এবার এই স্টেশনকে নিয়ে যত বিতর্ক দানা বেঁধেছে। একই স্টেশনের দুটো নাম ঘিরে শুরু হয়েছে বিতর্ক। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাঁইথিয়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে স্টেশনের নামের যে সকল বোর্ড লাগানো রয়েছে সেই সকল বোর্ডের একটি এক দিকে লেখা রয়েছে সাঁইথিয়া জংশন আর ঠিক তার উল্টোদিকে লেখা রয়েছে আহমেদপুর জংশন। আবার ওই আহমেদপুর জংশন লেখা বোর্ডের উপরে বড় বড় করে লেখা রয়েছে সাঁইথিয়া জংশন। আর এই নিয়ে ধন্ধে পড়েছেন মানুষ। অনেকের মতে, এটা রেল কর্মীদের ভুল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর