ফুঁসছে ঘূর্ণাবর্ত, একটু পরেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! অ্যালার্ট জারি IMD-র

কখনো মেঘ তো কখনো রোদ। সেইসঙ্গে দোসর হয়েছে ভ্যাপসা গরম। সব মিলিয়ে বাংলার আবহাওয়া এক কথায় দফারফা হয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই যেন কালঘাম ছুটে যাচ্ছে সকলের। যদিও এহেন ভ্যাপসা গরমের মাঝেই রাজ্যজুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে জুড়ে আজ আবহাওয়া আকাশ‌ আংশিক মেঘলা থাকবে। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সারাদিন মতের ওপর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে, তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে।

এদিকে আপনিও কি এই সময়ে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম থেকে বাঁচতে উত্তরবঙ্গের ঠান্ডা আবহাওয়ার আনন্দ উপভোগ করতে আপনিও কি ট্রেন, বাসের টিকিট কেটে ফেলেছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এক কথায় মন খারাপ করা তথ্য দিল আলিপুর আবহাওয়া অফিস। এখন দিনে ও রাতের তাপমাত্রা বাড়বে। সেইসঙ্গে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়বে।

   

এছাড়া শুষ্ক থাকবে সেখানকার আবহাওয়া। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য ভ্রূকুটি রয়েছে উত্তরবঙ্গে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোথায় কোথায় বৃষ্টি হবে? এই প্রসঙ্গে আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, আগামী দুদিন দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

৫-৬ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি

জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৫ থেকে ৬ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আকস্মিক ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। আজ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা জেলায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর