ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ফালাফালা আক্রমণ! আরও খারাপ হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

চোখ রাঙাচ্ছে ভিলেন নিম্নচাপ, যে কারণে দফায় দফায় যেন মুড সুইং হচ্ছে বাংলার আবহাওয়ার। বিগত কয়েকদিন ধরে শহর কলকাতাজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছিল। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। তবে গতকাল বুধবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে সব অভিযোগ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে শহরবাসীর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা সহ বহু জেলায়। এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতনও হয়েছে। গায়ে চাদর চাপাতে অবধি বাধ্য হয়েছেন মানুষ। আজ বৃহস্পতিবার সকালেও তাই।সকাল থেকে যেন মেঘ রোদের খেলা চলছে। সেইসঙ্গে বেশ শীতল আবহাওয়া বিরাজ করছে। মনে হচ্ছে যেন বৃষ্টি ইউটার্ন মেরে ফিরে এসেছে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ লক্ষ্মীবারেও বাংলাজুড়ে দুর্যোগ চলবে। হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেইসঙ্গে বইবে দমকা হাওয়াও বলে খবর। আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।

   

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। আবার হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। বর্তমানে তা বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত যে কারণে এই বৃষ্টি।

আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙ-এও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন জায়গায় জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর