আর নয় লুকোচুরি! বুলেট ট্রেন কবে চালু হবে ভারতে? দিনক্ষণ জানালেন রেলমন্ত্রী

ভারতবাসীর মধ্যে বুলেট ট্রেন নিয়ে একটা আলাদা উন্মাদনা কাজ করছে। রেলের একের পর এক কাজ দেখে দেশবাসীর চাহিদা যেন দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। বুলেট ট্রেনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? এই প্রশ্ন সমগ্র ভারতবাসীর। তবে আর চিন্তা নেই, এই বিষয়ে এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যা মন্তব্য করেছেন সেটা শুনে হয়তো আপনিও খুশিতে লাফাবেন।

রেলমন্ত্রীর মতে, সেই দিনটা আর বেশি দূরে নয় যেদিন ভারতবাসী বুলেট ট্রেনে ওঠার মতো অভিজ্ঞতা লাভ করবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। এক অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, ‘আর মাত্র ২ বছর পর দেশে বাস্তবে রূপ নেবে বুলেট ট্রেনের স্বপ্ন। অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই দেশবাসী বুলেট ট্রেনে উঠতে পারবেন। আমাদের প্রস্তুতি খুব দ্রুত চলছে এবং ২০২৬ সালে বুলেট ট্রেন চালানো হবে।’ সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেলে যে পরিবর্তন আসছে তার দিকে ইঙ্গিত করে রেলমন্ত্রী বলেন, মোদী সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হল যাত্রীদের নিরাপত্তা। প্রথমে লক্ষ্য নিরাপদ ভ্রমণ এবং তারপরে সুযোগ-সুবিধা সম্প্রসারণ।

   

রেলমন্ত্রী বলেন, বুলেট ট্রেনের ট্র্যাকের ২৮৪ কিলোমিটার কাজ শেষ হয়েছে। এই সংখ্যাটি ১০-১২ দিন আগের, যখন আমি পর্যালোচনা করেছিলাম। অন্যান্য দেশে বুলেট ট্রেন প্রজেক্ট শেষ করতে ২০ বছর লাগে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা মোটেও হবে না। রেলমন্ত্রী বলেন, ‘বুলেট ট্রেন চালু হলে এটি দেশের সবচেয়ে শক্তিশালী একক অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। এই ট্রেনটি মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে এবং লোকেরা মুম্বই, থানে, ভাপি, সুরাট, ভদোদরা, আনন্দ এবং আহমেদাবাদ শহর থেকে এই রুটে ভ্রমণ করতে পারবেন।’

কবে চালু হবে বুলেট ট্রেন?

রেলমন্ত্রী আরও জানান, এই সমস্ত শহরের অর্থনীতি একটি একক জোনের সাথে সংযুক্ত হবে। সকালে ভদোদরায় ব্রেকফাস্ট করবেন। তারপর ট্রেন ধরুন এবং এক ঘন্টার মধ্যে আপনি মুম্বাই পৌঁছে যেতে পারবেন। এরপর কাজ শেষ করে সন্ধ্যায় ফিরে এসে নিজের পরিবারে সময় দিতে পারবেন।’ অশ্বিনী বৈষ্ণব বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেনের ৫০৮ কিমি দৈর্ঘ্যের মধ্যে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে ২০২৬ সালের মধ্যেই।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর