Hardik Pandya: ধরাকে সরা জ্ঞান! লাসিথ মালিঙ্গাকে ঠেলে সরিয়ে দিলেন হার্দিক

খেলার তুলনায় বিতর্ক বেশি। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ক্ষেত্রে এখন এমনটা বলা চলে। দলের পাশাপাশি তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স এখন বলার মতো নয়। এরি মধ্যে আবারও দানা বেঁধেছে নতুন বিতর্ক। ভাইরাল হয়েছে পান্ডিয়ার একটি ভিডিও। বলা হচ্ছে বিশ্ব ক্রিকেট তথা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga ) ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

এখনও পর্যন্ত আইপিএল ২০২৪-এ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের জয়ের খাতা খুলতে পারেনি। মুম্বাই দু’টি ম্যাচ খেলেছে এবং দু’টিতেই হেরেছে। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে নেওয়ার পর থেকেই দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। আইপিএলের অন্যতম সফল দলের অধিনায়ক হিসেবে নিজের নামের প্রতি এখনও ন্যায় করতে পারেননি হার্দিক। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই পরাজিত হয়েছিল শোচনীয়ভাবে। আইপিএলের ১৭ বছরের রেকর্ড ভেঙে দিয়ে হায়দরাবাদ তুলেছিল সর্বোচ্ছ রান। ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ২৭৭ রান করেছিল। এরপর চেষ্টা করলেও ৩১ রানে ম্যাচটি হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে হারের পর হার্দিক পান্ডিয়াকে হতাশ দেখিয়েছিল।

   

খেলার ফলাফলের থেকেও হার্দিক পান্ডিয়া সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। আজও হার্দিকের ভিডিও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাচের পর হার্দিক পান্ডিয়া এমন কিছু করেছেন যার ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন নেটিজেনরা। ম্যাচ শেষ হওয়ার পর হার্দিক যখন সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছিলেন, তখন মুম্বাই ইন্ডিয়ান্স দলের অন্যান্যরাও কাছে ছিলেন। সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ লাসিথ মালিঙ্গা পান্ডিয়ার কাছে এসে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিন্তু সেটা না করে মালিঙ্গাকে ধাক্কা দেন হার্দিক। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল হচ্ছে। এই ঘটনায় লাসিথ মাথা নিচু করে সেখান থেকে সরে যান। তিনিও হয়তো হার্দিকের কাছ থেকে এমন আচরণ আশা করেননি।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। হার্দিক পান্ডিয়ার সামনে গলা ফাটানো হচ্ছে রোহিত শর্মার নামে। বলা বাহুল্য, হার্দিক পান্ডিয়ার জন্য সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না।

শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কয়েক মরসুম খেলেছেন। মুম্বাইয়ের হয়ে আইপিএল খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁকে বিশেষজ্ঞ ডেথ বোলার হিসেবে বিবেচনা করা হতো। অবসরের পর দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করে চলেছেন তিনি। এর আগে রাজস্থান রয়্যালসে গিয়েছিলেন। তবে এই মরসুমে মুম্বাই দলে ফিরেছেন।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর