এক চার্জে চলবে ৫৫০ কিমি, প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে Maruti, কত হবে দাম?

ভারতীয় গাড়ি প্রেমীদের অপেক্ষার অবসান হতে পারে দ্রুত। অটোমোবাইল বাজারে ধামাকা দিতে চলেছে Maruti। সব ঠিক থাকলে ২০২৪-২৫ নতুন অর্থবর্ষে মারুতি একটি নতুন গাড়ি লঞ্চ করতে পারে ভারতে। এই গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি

পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিভাগে মারুতি সুজুকির রাজত্ব অব্যাহত রয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে পেট্রোল, ডিজেল চালিত গাড়ির ভবিষ্যৎ হয়তো খুব একটা সুন্দর নয়। পরিবেশ বান্ধব গাড়ির দিকে ক্রমে ঝুঁকছে দেশ। ভালো গাড়ির মাপকাঠি উন্নীত করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতি এখন গেম চেঞ্জার হতে পারে ইলেকট্রিক গাড়ি।

   

ভারতীয় ইতিমধ্যে একাধিক কোম্পানি বাজারে নামিয়েছে বিদ্যুৎ চালিত ভেহিকল। এ ব্যাপারে আর পিছিয়ে থাকতে চাইছে না মারুতি সুজুকি। ভারতের মতো এতো বড় একটি দেশে মারুতি এখনও লঞ্চ করেনি কোনও ইলেকট্রিক গাড়ি। সেই অভাব পূরণ করার জন্য এবার কোমর বেঁধেছে কোম্পানি। বাজারে দ্রুত আসতে পারে মারুতির ইলেকট্রিক গাড়ি Maruti eVX। লঞ্চ হওয়ার পর এটি নেক্সা শো-রুম থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আধুনিক ফিচার্স থাকবে গাড়িতে

Maruti eVX সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে নতুন প্ল্যাটফর্মের ওপর গাড়িটি তৈরি করা হতে পারে। নিরাপত্তার ব্যাপারে যোগ করা হতে পারে আধুনিক ফিচার। জল্পনা সত্যি হলে Maruti eVX পেতে পারে ADAS। এছাড়াও গাড়িতে থাকতে পারে আরও আধুনিক কিছু ফিচার। সম্ভাব্য আরও সেফটি ফিচারের মধ্যে এই গাড়িতে থাকতে পারে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, এয়ারব্যাগ, ষাট ডিগ্রি ক্যামেরার মতো বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে।

কত হবে দাম?

সর্বশেষ তথ্য অনুসারে, Maruti Suzuki 48kWh এবং 60kWh ব্যাটারি প্যাক সহ বাজারে নিয়ে আসতে পারে কোম্পানি। অনুমান করা হচ্ছে এই ব্যাটারি প্যাক ৪০০ কিলোমিটার থেকে ৫৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নেওয়ার সুযোগ পাবেন। শোনা যাচ্ছে যে, ২০ থেকে ২২ লাখ টাকা হতে পারে এই গাড়ির দাম।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর