T20 World Cup: হুঙ্কার দেওয়াই সার! বিশ্বকাপের আগে স্কোয়াড থেকে বাদ ভারতের প্রাক্তন অধিনায়ক

গুরুতর অভিযোগ এনেছিলেন ভারতের বিরুদ্ধে। পর্যাপ্ত সুযোগ না পেয়ে চলে গিয়েছিলেন আমেরিকায় (America)। ভেবেছিলেন আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলবেন ভারতের বিরুদ্ধে। দেখিয়ে দেবেন তিনিও কোনও অংশে কম যান না। কিন্তু বিধি বাম। স্কোয়াডেই আপাতত নাম নেই এই বিদ্রোহী ক্রিকেটারের। এক সময় তিনিই ছিলেন ভারতীয় যুব ক্রিকেট দলের অধিনায়ক। এখ সবই অতীত।

এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ চলছে। এরপর রয়েছে ক্রিকেটের মেগা ইভেন্ট। শুরু হবে কুড়ি বিশের ফরম্যাটের বিশ্বকাপ। এবারের টি২০ বিশ্বকাপের আয়োজক দু’টি দেশ- ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। আমেরিকা ক্রিকেট নিয়ামক সংস্থা নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। কানাডার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য এই দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট নিয়ামক সংস্থা। সেখানে জায়গা পাননি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক।

   

কথা হচ্ছে উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) সম্পর্কে। উন্মুক্ত চাঁদের নাম ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখনও নিশ্চয়ই ভোলেননি। বিরাট কোহলি, সুরেশ রায়নাদের পরবর্তী প্রজন্মের তারকা হিসেবে গণ্য করা হতো তাঁর নাম। আইপিএল-এও সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিজের নামের প্রতি আর সুবিচার করতে পারেননি। ভাগ্য পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত ভারত ছেড়ে ঘাঁটি গাড়েন আমেরিকায়। আশা করেছিলেন খেলবেন ভারতের বিরুদ্ধে। আগে থেকে দিয়ে রেখেছিলেন হুঙ্কার।

 

আমেরিকার পক্ষ থেকে কানাডার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে উন্মুক্ত চাঁদের জায়গা হয়নি। তবে স্কোয়াডে রয়েছেন ভারতীয় বংশদ্ভুত একাধিক ক্রিকেটার। দলের অধিনায়ক মনঙ্ক প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে একাধিক বিস্ফোরক ইনিংস খেলা কোরি অ্যান্ডারসন এবারের বিশ্বকাপে খেলবেন আমেরিকার হয়ে।

আমেরিকার ঘোষিত স্কোয়াড:

মনঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, জেসি সিং, সৌরভ নেত্রাভালকর, নিসর্গ প্যাটেল, স্টিভেন টেলর, আন্দ্রেয়াস গাউস, হরমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, নস্তুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নীতিশ কুমার, উসমান রফিক।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর