IPL 2024: নাইটদের বিরুদ্ধে ম্যাচের আগে পিছিয়ে পড়লেন বিরাট, কমলা টুপির দৌড়ে এগিয়ে অন্য একজন

নিজের নামের প্রতি অবশেষে সুবিচার করেছেন রিয়ান পরগা।(Riyan Parag)।   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) পেয়েছেন বড় রান। রিয়ানের ঝোড়ো ইনিংসের ফলে আসন টলে গিয়েছে বিরাট কোহলির।(Virat Kohli)।  কমলা টুপির (Orange Cap) দৌড়ে পিছিয়ে পড়েছেন বিরাট।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা ভালো করেছেন রিয়ান পরাগ। দেশের অন্যতম উঠতি তারকা হিসেবে গণ্য করা হয় তাঁর নাম। কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেননি তিনি। আইপিএল-এ একাধিক ম্যাচে সুযোগ পেলেও সেভাবে খেলতে পারেননি রিয়ান। মাঝে মধ্যে কিছু শটে প্রতিভার ঝলক দেখা গেলেও ধারাবাহিকভাবে রান করতে পারেনিনি। ফলত প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন।

   

এবারের আইপিএল শুরু হওয়ার আগে অনুশীলনে জোর দিয়েছিলেন রিয়ান পরাগ। ঘরোয়া ক্রিকেটে পেয়েছেন বড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে প্রস্তুতি যে বেশ ভালোই নিয়েছিলেন সেটা বেশ বোঝা যাচ্ছে এবার। বৃহস্পতিবার ৪৫ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছেন রিয়ান।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে রিয়ান পরাগ। ১২ রানের ব্যবধানে দিল্লিকে হারিয়েছে রাজস্থা। ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় লাভবান হয়েছে রাজস্থান রয়্যালস। ব্যক্তিগতভাবে রিয়ান পরাগও লাভবান হয়েছেন।

চলতি আইপিএলে সবথেকে বেশি রান করার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিয়ান পরাগ। বিরাট কোহলিকে সরিয়ে দখল করেছেন দ্বিতীয় স্থান। বিরাট নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। আপাতত আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন (২ ম্যাচ ১৪৩ রান), দ্বিতীয় স্থানে রিয়ান পরাগ (২ ম্যাচে ১২৭ রান), তৃতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিরাট কোহলি (২ ম্যাচে ৯৮ রান)।

রান করার নিরিখে আপাতত কিছুটা পিছিয়ে পড়েছেন বিরাট কোহলি। আজ আরসিবির ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ঘরের মাঠে বর রান করতে চাইবেন বিরাট। নাইটরা চাইবেন কোহলিকে দ্রুত সাজঘরে ফেরাতে।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর