এবার অল্প খরচেই ঘুরে দেখতে পারবেন গোটা দিঘা! শুরু দারুণ পরিষেবা, গুটি লাল পর্যটকদের

সমুদ্র উপভোগ করতে গোয়ার (Goa) মতো সুন্দর জায়গায় যেতে পারছেন না বলে মন খারাপ? তবে চিন্তা নেই, কারণ এবার আপনি বাঙালির অত্যন্ত প্রিয় পর্যটন কেন্দ্র দিঘাতে (Digha) গিয়েই একদম গোয়ার মতো আনন্দ উপভোগ করতে পারবেন। আর এর জন্য আপনাকে আবার কাঁড়ি কাঁড়ি টাকাও কিন্তু আবার খরচ করতে হবে না। হ্যাঁ ঠিকই শুনেছেন।

দিঘা জায়গাটা ভ্রমন প্রিয় বাঙালির মনে প্রাণে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। সকলের কাছে বিশেষ করে যারা একটু সমুদ্রপ্রেমী তাদের কাছে দিঘা একটা আলাদাই আবেগের জায়গা। বছরে যেকোনও সময় ভ্রমণপ্রিয় বাঙালি এই জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। এদিকে পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে প্রশাসনও দিঘাকে নিত্য নতুন রূপে সাজিয়ে তুলছে এবং পর্যটকদের চমক দিচ্ছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। এবার যেন পর্যটকদের একদম গোয়ার ফিল দিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কী সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

   

গোয়ার কিছু এমন জায়গা রয়েছে যেখানে ভ্রমণ করা মোটেও পকেট ফ্রেন্ডলি নয়। সেক্ষেত্রে সেখানে বাইক বা স্কুটি সার্ভিসটা খুবই জনপ্রিয়। অনেকেই আছেন যারা ৫০০ থেকে ১০০০, ১২০০-র মধ্যে বাইক বা স্কুটি ভাড়া করে গোয়া ভ্রমণে বেরিয়ে পরেন। এবার এই জিনিস ঘটতে চলেছে দিঘাতেও। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, পর্যটকদের সুবিধার্থে এবার দিঘাতে গোয়ার ধাঁচে চালু হবে ‘রেন্ট আ বাইক’ পরিষেবা।

বাইক ভাড়া নেওয়া যাবে দিঘায়

শুক্রবার সল্টলেকে বাইক ট্যাক্সির পারমিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। আর সেখানেই তিনি জানান, বেশ কিছু জায়গায় বাইক ভাড়া করে চালানোর বিষয়টি চালু আছে। এবার এ রাজ্যেও এই ব্যবস্থা চালু করা হল। তাছাড়া উত্তরবঙ্গের (North Bengal) কিছু জায়গায় এই ব্যবস্থা চালু ছিল। সেগুলিকে আইনসিদ্ধ করা হচ্ছে। এর ফলে যারা পর্যটনস্থলে বাইকে করে ঘুরতে চান এতে তাদের সুবিধা হবে। এই ৪টি জায়গার পাশাপাশি কলকাতাতেও (Kolkata) এই পরিষেবা শুরু করা হবে। এর জন্য এই পারমিট দেওয়ার ব্যবস্থা করেছে পরিবহণ দফতর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর