Mumbai Indians: ফের মুম্বাইয়ের অধিনায়ক হবেন রোহিত? প্রশ্নের মুখে হার্দিকের সিদ্ধান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগে থেকে আলোচনায় উঠে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মরসুম শুরু হওয়ার পর থেকেও আলোচনায় রয়েছে আইপিএল-এর ইতিহাসের অন্যতম সফল দল। যার অন্যতম কারণ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রশ্নের মুখে পড়েছে তাঁর সিদ্ধান্ত।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত দু’টো ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দু’টো ম্যাচে দল হেরেছে। খেলায় হার-জিত থাকে। উভয় ফলাফলের পিছনে থাকে কারণ। মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের কারণ খুঁজতে গিয়েও উঠে আসছে সেই হার্দিক পান্ডিয়ার নাম। রোহিত শর্মার কাছ থেকে পেয়েছেন দলের নেতৃত্বের দায়িত্ব। আপাতত ক্যাপ্টেন পান্ডিয়া বিশেষ কিছু করে দেখাতে পারেননি। বরং দিনের পর দিন উস্কে দিয়েছেন কেবল বিতর্ক। গ্যালারিতে শোনা যাচ্ছে ‘রোহিত, রোহিত…’ শ্লোগান। মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের একাংশ চাইছেন আবারও দলের দায়িত্ব নিক আইপিএলের অন্যতঅম সফল অধিনায়ক রোহিত শর্মা।

   

এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৬ রানে পরাজিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের প্রথম ইনিংসের প্রথম ওভারএ জসপ্রীত বুমরাহকে নতুন বল না দিয়ে নিজেই বোলিং করতে গিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলের সেরা বোলার বুমরাহকে দ্বিতীয় ওভারেও বল দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি তিনি। গুজরাটের ব্যাটসম্যানরা ৩ ওভারে ২৭ রান তুলেছিল ঝড়ের গতিতে। চতুর্থ ওভারে বুমরাহর হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক।

পরের ম্যাচেও প্রশ্নের মুখে হার্দিক পান্ডিয়ার নেওয়া কিছু সিদ্ধান্ত। নতুন বলে নিজে যাচ্ছেন বল করতে। ব্যাট করতে নামছেন একটু নিচের দিকে। নিজেকে অনেকটা ফিনিশারের ভূমিকায় নামাচ্ছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে পান্ডিয়ার স্ট্রাইক রেট ছিল খুবই কম। ম্যাচ হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

এই ম্যাচেই আকাশ আম্বানীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। সাইড লাইনের ধারে দলের কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। দাবি উঠছে, আবার অধিনায়ক করা হোক রোহিতকে। মুম্বাই ইন্ডিয়ান্স ফের কি গুরু দায়িত্ব দেবেন রোহিতের কাঁধে? দলের পক্ষ থেকে আপাতত তেমন কিছু জানানো হয়নি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর