IPL শেষ হলেই ভেঙে যাবে টিম ইন্ডিয়া, একসঙ্গে অবসর নেবেন এই তিন তারকা

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিভিন্ন কারণে হতে চলেছে তাৎপর্যপূর্ণ। IPL-র পর রয়েছে T20 আন্তর্জাতিক বিশ্বকাপ। আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে পারে একাধিক ক্রিকেটারের ভাগ্য। দ্বিতীয়ত, মনে করা হচ্ছে এক সঙ্গে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিন ক্রিকেটার। দিনের পর দিন সুযোগ না পেয়ে ক্রিকেট মাঠকে বিদায় জানাতে পারেন ভারতের তিন তারকা ক্রিকেটার।

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে শিখর ধাওয়ান। ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি ভালো খেলেছেন তিনি। কিন্তু জাতীয় দলে ফেরা তাঁর পক্ষে কঠিন বলেই মনে করা হচ্ছে। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন শিখর ধাওয়ান। তারপর থেকে ভারতের হয়ে খেলার সুযোগ পাননি ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। টিম ইন্ডিয়ার হয়ে ৩৪ টি টেস্ট, ১৬৪ টি ওডিআই ও ৬৮ টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন শিখর ধাওয়ার। টেস্ট ক্রিকেটে তাঁর গড় ৪০ রানের ওপর, একদিনের ক্রিকেটে গড় ৪৪.১১ রান।

   

অজিঙ্কা রাহানেও নিতে পারেন অবসর নেওয়ায়র সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে সদ্য রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। এরপরেই জাতীয় দলে ফেরা তাঁর পক্ষে কঠিন বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন টেস্ট ম্যাচ। ৮৫ টি টেস্ট ম্যাচে ৪৯.৫০ গড়ে করেছেন ৫০৭৭ রান। একদিনের ক্রিকেটে গড় রান ৩৫.২৬। ২০ টি টি২০ ম্যাচে করেছেন ৩৭৫ রান।

চেতেশ্বর পুজারাও তুলে রাখতে পারেন নিজের বুট জোড়া। ভারতের হয়ে খেলেছেন ১০৩ টেস্ট। ১৭৬ ইনিংসে ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। তাঁর নামের পাশে রয়েছে ১৯ টি শতরান ও ৩৫ টি অর্ধ শতরান। ২০১০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি। পুজারাকে বলা হতো টেস্ট ক্রিকেতের বিশেষজ্ঞ ব্যাটার।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর