বুক কাঁপবে শত্রুর, সামরিক ক্ষেত্রে নজির ভারতের! সফল মেড ইন ইন্ডিয়া ফাইটার জেটের উড়ান

বড় সাফল্য লাভ করল ভারত। খুব তাড়াতাড়ি বিমান বাহিনীর অস্ত্র বহরে যুক্ত হতে চলেছে নতুন একটি হাতিয়ার। বৃহস্পতিবার হয়েছে তার সফল পরীক্ষা। এটি একটি ফাইটার জেট। এদিন আধুনিক যুদ্ধ বিমান পরীক্ষা করে দেখেছে ভারত। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই ফাইটার জেট। Hindustan Aeronautics Limited বা HAL এই যুদ্ধ বিমানের পরীক্ষা সম্পন্ন করেছে যথাযথভাবে। আজকের পরীক্ষার সময় আকাশ পথে প্রায় ১৫ মিনিট ছিল Tejas Mark 1A যুদ্ধ বিমান।

ভারতীয় সেনার কাছে একাধিক যুদ্ধ বিমান রয়েছে। কিন্তু Tejas Mark 1A অন্যান্য বিমানের থেকে আলাদা। কারণ এটি তৈরি করা হয়েছে সম্পুর্ণ ভারতীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে। বিদেশি কোনও সাহায্য ছাড়াই HAL তৈরি করেছে তেজস মার্ক ওয়ান-এ। এদিনের সফল পরীক্ষার পর ভারতীয় সেনা বিভাগের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি পালক। এই সাফল্য ভারতের মহাকাশ শিল্পে একটি মাইল ফলক হিসেবে রয়েছে যাবে আগামী দিনেও। অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে ভারতের দক্ষতার কথা তুলে ধরবে Tejas Mark 1A। এই বিমান তৈরি করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বেঙ্গালুরুর ডিআরডিও ল্যাব অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)।

আগের বিমানের তুলনায় অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে Tejas Mark 1A যুদ্ধ বিমানে। এটি এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড অস্ত্র ধারণ করার ক্ষমতা রাখে। এছাড়াও রয়েছে একাধিক উন্নত প্রযুক্তি। বৈদ্যুতিন স্ক্যানড র‍্যাডার, অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে বিমানে। এছারাও এয়ার-টু-এয়ার মিসাইল এবং এক্সটার্নাল সেলফ প্রোটেকশন জ্যামারের মতো সুবিধা দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেছেন, দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এবং সকল নাগরিকের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থা থাকা জরুরি। ‘অগ্নিবীর’ প্রকল্প প্রসঙ্গ বলতে গিয়ে রাজনাথ সিং বলছেন, সকলেই একমত যে সশস্ত্র বাহিনীর মধ্যে তরুণ রক্তের প্রবাহ থাকা জরুরি। ফলত এই উদ্যোগ সম্পর্কে যা কিছু বিতর্ক তৈরি করা হয়েছিল তা একেবারে ঝেড়ে ফেলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর