‘সনাতন ধর্মকে বাঁচাতেই সিরাজের বিরুদ্ধে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র’, দাবি অমৃতা রায়ের

কৃষ্ণনগরে জমে উঠেছে রাজনৈতিক প্রচার। ইতিমধ্যে দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোট হবে। এদিকে বেশ কিছু কেন্দ্রে প্রার্থীদের মধ্যে যে জোরদার লড়াই হবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন মানুষ। বিশেষ করে বাংলার কৃষ্ণনগর আসনে।

এখানে এবারে রাজমাতা বনাম তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা করছেন সকলে। এই আসনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রাজমত্রা অমৃতা রায়কে। যদিও বিজেপিতে যোগ তারপর প্রার্থী হওয়ার পর থেকে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। দেশজুড়ে লোকসভা ভোটের আবহে তিনি এমন এক মন্তব্য করেছেন যা শুনে চমকে গিয়েছেন সকলে। ভোটের আবহে নতুন করে সিরাজউদ্দৌলার প্রসঙ্গ উঠে এসেছে।

   

রাজমাতা তথা অমৃতা রায় জানালেন, সনাতন ধর্মকে বাঁচাতেই সিরাজের বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্য করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। আর এই নিয়েই শুরু হয়ে যত বিতর্ক। ৬৩ বছর বয়সে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন অমৃতা রায়। এদিকে সামনে রয়েছেন মহুয়া মৈত্রের মতো প্রার্থী। লড়াই যে জোরদার হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিকে নবাব সিরাজের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র সাহায্য করেছিলেন ব্রিটিশদের, এই বিষয়টি তুলে ধরেই অমৃতা রায়কে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছে তৃণমূল। এদিকে এই ইস্যু নিয়ে এবার মোদীর কাছে মুখ খোলেন অমৃতাদেবী।

অমৃতা রায় বলেন, ‘আমরা যেহেতু মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর এবং আমাদের পরিবার ব্রিটিশদের সাহায্য করেছিল, তাই বিরোধীরা আমাদের গদ্দার বলে ডাকছে। আমাদের রাজপরিবার এখানকার সাধারণ মানুষকে কত জমি বিলিয়ে দিয়েছে, কত সাহায্য করেছে, তবে তা নিয়ে কোথাও কিছু বলা হয় না।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর