হাত ছাড়াও চালানো যাবে Realme-র এই স্মার্টফোন! রয়েছে সবথেকে অত্যাধুনিক ক্যামেরাও

ভারতীয় বাজারে দ্রুত গতিতে বাড়ছে টেক বা বৈদ্যুতিক যন্ত্রের প্রতি মানুষের চাহিদা। সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে মাঝে মধ্যেই নতুন নতুন স্মার্টফোনের কথা শোনা যাচ্ছে। নতুন স্মার্টফোনের দাম সাধারণত সকলের সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করা হয়। সেই সঙ্গে কিছু ফিচার এমন দেওয়া থাকে যেগুলো মানুষ খুব পছন্দ করে। তেমনই আকর্ষনীয় কিছু ফিচার নিয়ে লঞ্চ করা হচ্ছে রিয়ালমি কোম্পানির নতুন ফোন।

দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়ালমি কোম্পানির নতুন স্মার্টফোন Realme Narzo 70 Pro 5G। ফোনটি কবে লঞ্চ করা হবে সে ব্যাপারে ইতিমধ্যে জানা গিয়েছে। লঞ্চ হওয়ার নির্দিষ্ট তারিখ ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত। Realme Narzo 70 Pro 5G এর লঞ্চ ডেটের পাশাপাশি এই স্মার্টফোনের বেশ কিছু ফিচার সম্পর্কে ইতিমধ্যে জানা গিয়েছে। বলা বাহুল্য আসন্ন এই ফাইভ জি ফোনের ফিচার ইতিমধ্যে টেক প্রেমীদের নজর কেড়েছে।

   

রোজকার ব্যবহারের কথা মাথায় রেখে ফোনে রাখা হচ্ছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে বাজারে ছাড়া হচ্ছে এই ফোন। রিয়েলমি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে স্মার্টফোনটি একটি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। যেটা 2,000 নিটের সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করতে পারবে। ফোনের গ্লাস ডিজাইন হতে পারে বেশ ইউনিক।

তবে Realme Narzo 70 Pro 5G এর সবথেকে নজরকাড়া ফিচার হতে চলেছে এর ক্যামেরা। ক্যামেরার প্রতি মানুষের ক্রেজের কথা কোম্পানি ভালোই জানে। তাই ক্যামেরা কোয়ালিটির ওপর জোর দেওয়া হয়েছে। লো লাইট ফটোগ্রাফির জন্য এর ক্যামেরা হতে পারে অন্যতম সেরা। কোম্পানি জানিয়েছে যে এটি স্মার্টফোন সেগমেন্টে ভারতে এই প্রথম যেখানে Sony IMX890 ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কোম্পানি এয়ার জেসচার। সেই সঙ্গে ফোনের ওপর জল পড়লে সেটাই ডিটেক্ট করতে পারবে ডিভাইস। আগামী ১৯ মার্চ দিল্লিতে লঞ্চ করা হবে ফোনটি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর