মুম্বইকে কাপ জেতানো প্লেয়ার হবেন চেন্নাইয়ের অধিনায়ক! ধোনির উত্তরসূরি খুঁজে নিল CSK

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম আসর হতে চলেছে বিশেষ। এবারের আইপিএলের পর হতে পারে একের পর এক বড় ঘোষণা। ক্রিকেট প্রেমীদের অনেকে মনে করছেন এবারের আইপিএলের পর পাওয়া যেতে পারে একের পর এক অবসর সংবাদ। ক্রিকেট মাঠকে একাধিক তারকা বিদায় জানাতে পারেন বলে অনুমান করা হচ্ছে। যার মধ্যে ভারতীয় ক্রিকেটের একাধিক নক্ষত্র বড় ঘোষণা করলেও করতে পারেন।

কৌতুহল রয়েছে মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্র করেও। এবারের IPL শুরু হওয়ার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘নতুন ভূমিকা’ নিয়ে জল্পনা থাকা স্বাভাবিক, কারণ মাহির বয়স। স্কিল যতই থাকুক, বয়স ফ্যাক্টর। চল্লিশের ধোনি আর কতদিন হেলিকপ্টার শট মারতে পারবেন সে ব্যাপারে প্রশ্ন আগেও ছিল, এবারেও রয়েছে। কেউ কেউ মনে করছেন এবারেই হয়তো ক্রিকেটার হিসেবে শেষ ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

   

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে আইপিএলের অন্যতম সফল দল হিসেবে গড়তে নিজের মগজ প্রয়োগ করেছেন ধোনি। ধোনি অবসর নিলে চেন্নাই সুপার কিংসকে খুঁজে নিতে হবে তাদের নতুন অধিনায়ক। তবে খোজার কাজ আর দরকার নেই বলেও অনেকে মনে করছেন।

চেন্নাই সুপার কিংস শিবিরেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি রয়েছেন মনে করা হচ্ছে। তিনি আর কেউ নন, অজিঙ্কা রাহানে। রাহানের ক্রিকেট মেধার পরিচয় পাওয়া গিয়েছিল অনেক দিন আগেই। এবারের রঞ্জি ট্রফি মনে করিয়ে দিয়েছে ২২ গজে অজিঙ্কা রাহানে আরও কি করে দেখানোর ক্ষমতা রাখেন।

সদ্য রঞ্জি ট্রফি সেরা হয়েছে মুম্বাই। রেকর্ড ৪২ বারের জন্য দেশের ক্রিকেট খেলিয়ে সেরা রাজ্য হিসেবে উঠে এসেছে মুম্বাই। অধিনায়ক অজিঙ্কা রাহানে। ফাইনাল ম্যাচে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও অধিনায়ক হিসেবে পাবেন দশে দশ। রাহানের ক্যাপ্টেন্সি স্কিল হতে পারে চেন্নাই সুপার কিংসের আগামী দিনের সম্পদ।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর