IPL 2024: আগামী দু’বছরের মধ্যে ভারতের হয়ে খেলবেন এই তরুণ ব্যাটার! বড় মন্তব্য করলেন ইরফান

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস (RR vs DC, IPL 2024)। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অন্যতম প্রতিভা সম্পন্ন ব্যাটার। ১২ রানের ব্যবধানে দিল্লিকে হারিয়েছে রাজস্থান। ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় লাভবান হয়েছে রাজস্থান রয়্যালস। ব্যক্তিগতভাবে বহু সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছেন এই তরুণ তুর্কি। বিস্ফোরক ইনিংসের পর তিনি মন কেড়েছেন বহু ক্রিকেট প্রেমী মানুষের। বড় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)।

ক্রিকেট প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন ইরফান পাঠান। ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নিজের প্রোফাইল থেকে করা পোস্টের মাধ্যমে। এবার তিনি করেছেন বড় মন্তব্য। সরাসরি জানিয়েছেন, রাজস্থান রয়্যালসের এই তরুণ ক্রিকেটার আগামী দিনে জায়গা করে নেবেন ভারতের জাতীয় দলে। পাঠান তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আগামী দুই বছরে রিয়ান পরাগ খেলবেন ভারতের হয়ে’।

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর ইনিংসে রয়েছে সাতটি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। চলতি আইপিএলে সবথেকে বেশি রান করার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিয়ান পরাগ। বিরাট কোহলিকে সরিয়ে দখল করেছেন দ্বিতীয় স্থান। বিরাট নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। আপাতত আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন (২ ম্যাচ ১৪৩ রান), দ্বিতীয় স্থানে রিয়ান পরাগ (২ ম্যাচে ১২৭ রান), তৃতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিরাট কোহলি (২ ম্যাচে ৯৮ রান)।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে অনুশীলনে জোর দিয়েছিলেন রিয়ান পরাগ। ঘরোয়া ক্রিকেটে পেয়েছেন বড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে প্রস্তুতি যে বেশ ভালোই নিয়েছিলেন সেটা বেশ বোঝা যাচ্ছে এবার।

গতকালের এই ম্যাচের একটা পর্যায়ে ৩৬ রানে তিন উইকেট হারিয়েছিল রাজস্থান রয়্যালস। এমন কঠিন সময়ে প্রথমে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫৪ রান যোগ করেন রিয়ান। এরপর পঞ্চম উইকেটে ধ্রুব জুরেলের সঙ্গে ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। শেষ ওভারে শিমরন হেটমায়ারের সঙ্গে রিয়ান ১৬ বলে ৪৩ রানের অপরাজিত জুটি গড়ে দলের স্কোর ১৮৫ রানে নিয়ে যান।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর