সস্তায় চলবে ইন্টারনেট, BSNL 4G নিয়ে দারুণ সুখবর, চালু হচ্ছে এই শহরগুলিতে

BSNL গ্রাহকদের জন্য রইল বড় খবর। দেশের এখন বড় বড় টেলিকম সংস্থাগুলি হল Vodafone Idea, রিলায়েন্স Jio, Airtel ও বিএসএনএল। প্রথম তিনটি সংস্থার নাম খুব থাকলেও ধীরে ধীরে যেন কালের নিয়মে হারিয়ে যাচ্ছে এই বিএসএনএল। তার বড় কারণ হল এর নেটওয়ার্কিং ব্যবস্থা।

অন্যান্য সংস্থাগুলি যেমন Vi, Airtel থেকে শুরু করে Reliance Jio 5G পরিষেবা শুরু করার দৌড়ে রয়েছে তখন এখনো অবধি সরকারি সংস্থা BSNL 4G নেটওয়ার্কই চালু করে উঠতে পারেনি। ইতিমধ্যে Jio এবং Airtel বেশ কিছু শহরে নিজেদের 5G পরিষেবা শুরু করেছে বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সেখানে অনেকটাই পিছিয়ে বিএসএনএল। আপনিও কি এই বিএসএনএল-এর সিম ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত খবর।

   

বলা ভালো, দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলিকে জোরদার টক্কর দিতে এবার ঘুরে দাঁড়াতে চলেছে BSNL। জানা যাচ্ছে, এবার সরকারি টেলিকম সংস্থাটি শীঘ্রই সারা দেশে তার 4G পরিষেবা চালু করবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা শুরু করলেও BSNL ব্যবহারকারীরা এখনও 2G/3G পরিষেবা ব্যবহার করছেন। যদিও এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার পরিষেবা আপগ্রেড করার প্রস্তুতি নিয়েছে সরকার। বিএসএনএল 4G পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা পাবেন বলে আশাবাদী সকলে।

রিপোর্ট অনুযায়ী, BSNL নিজেদের 4G পরিষেবা শুরু করার জন্য উত্তর ভারতের ৫টি প্রধান রাজ্যে ৩৫০০ টাওয়ার ইনস্টল করার ঘোষণা করেছে। বিএসএনএলের এই বেস ট্রান্সসিভার স্টেশনগুলি (বিটিএস) পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে (পশ্চিম) স্থাপন করা হবে। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ কুমার পুরওয়ার মধ্যপ্রদেশ, তামিলনাড়ু সহ অন্যান্য অঞ্চলেও 4G পরিষেবা প্রসারিত করার কথা ঘোষণা করেছেন। আর স্বপ্নের এই কাজ করতে কেন্দ্রের খরচ হবে ২৪,৫০০ টাকা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর