যাকে বাদ দিয়েছিল BCCI, সেই জেতাল ফাইনাল! জিরো থেকে হিরো টিম ইন্ডিয়ার তারকা

খলনায়ক থেকে নায়ক। উপেক্ষিত অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে প্রসঙ্গে এমনটাই বলা যেতে পারে। ভারতের হয়ে বহু ম্যাচ খেলা এই ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সেই তিনিই এখন একজন চ্যাম্পিয়ন। তাঁর অধিনায়কত্বে সেরার শিরোপা অর্জন করেছে দল।

সম্প্রতি শেষ হয়েছে এবারের রঞ্জি ট্রফি। আরও একবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই দল। ৪২ তম বারের জন্য রঞ্জি সেরা হয়েছে মুম্বাইয়ের রঞ্জি ক্রিকেট দল। নেপথ্যে কারিগর অজিঙ্কা রাহানে। তিনিই ছিলেন এবারের রঞ্জি চ্যাম্পিয়ন। ঘরোয়া ক্রিকেটে রাহানে কখনও রান পেয়েছেন, কখনও পাননি। কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করাতে ভুল করেননি রাহানে।

   

ক্রিকেট মাঠে ঠাণ্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত অজিঙ্কা রাহানে। তাঁর ক্যাপ্টেন্সিতেও রয়েছে সেই হিমশীতল মানসিকতার ছাপ। কখন কোন বোলারকে কাজে লাগাতে হবে কিংবা উইকেটের চরিত্র বুঝে দলের ব্যাটারদের খেলানো ইত্যাদি ক্ষেত্রে রাহানের মুন্সিয়ানা আরও একবার প্রমাণিত হয়েছে এবারে রঞ্জি ট্রফিতে। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলেই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। বিদর্ভকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের নামে করেছে খেতাব।

অজিঙ্ক রাহানের কেরিয়ার

ক্রিকেট মহলের অনেকে মনে করছেন, অজিঙ্কা রাহানে এবার নিতে পারেন অবসর নেওয়ায়র সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে সদ্য রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। এরপরেই জাতীয় দলে ফেরা তাঁর পক্ষে কঠিন বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন টেস্ট ম্যাচ। ৮৫ টি টেস্ট ম্যাচে ৪৯.৫০ গড়ে করেছেন ৫০৭৭ রান। একদিনের ক্রিকেটে গড় রান ৩৫.২৬। ২০ টি টি২০ ম্যাচে করেছেন ৩৭৫ রান।

অবসর নিতে পারেন অজিঙ্ক রাহানে

‘তেইশ সালে টেস্ট ক্রিকেটে কামব্যাক ছিল স্বপ্নের মতো। সবাই যখন ধরে নিয়েছিলেন রাহানের আর নতুন করে দেওয়ার মতো কিছু নেই, ঠিক তখনই জ্বলে উঠেছিলেন তিনি। ফিরে এসেছিলেন জাতীয় দলে। তবে ভারতের হয়ে এবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রান ছিল না ব্যাটে। অগত্যা ফের বিদায়। খুব তাড়াতাড়ি ক্রিকেট মাঠ থেকেও হয়তো বিদায় নেবেন। কিন্তু বিদায় নেবেন রাজার মতো।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর