Airtel-Vi কে টক্কর! ফের বিনামূল্যে ইন্টারনেট, কল ঘোষণা Jio-র, এভাবে নিন ফায়দা

নতুন বছরের শুরুতেই ধামাকাদার অফার আনল রিলায়েন্স Jio। যা শুনে কার্যত গুটিয়ে গিয়েছে এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোনর (Vodafone Idea) মতো কোম্পানিগুলো। আপনিও কি রিলায়েন্স জিও-র বছরের পর বছর ধরে পরিষেবা গ্রহণ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

এটা তো সকলেই জানেন যে ভারতে এন্ট্রি নেওয়ার জন্য একদম আটঘাট বেঁধে তৈরি ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক (Elon Musk)। যেনতেন প্রকারে ভারতে স্টারলিঙ্ক-এর ইন্টারনেট পরিষেবা আনতে তিনি রীতিমতো উঠেপড়ে লেগেছেন। এদিকে মাস্কের এহেন তৎপরতা দেখে ভারতের বড় বড় টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়ে গিয়েছে। বিশেষ করে রিলায়েন্সের। ইলন মাস্ক সম্প্রতি ফাস্ট ইন্টারনেট পরিষেবা নিয়ে ঘোষণা করেছেন। এই কারণেই মাস্কও স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছেন। তবে Jio এর থেকে খুব একটা পিছিয়ে নেই কিন্তু এই বিষয়ে।

   

জানা গিয়েছে, এবার মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও অবধি স্যাটেলাইট নিয়ে কাজ করছে, কিন্তু এর পাশাপাশি অনেক নতুন প্ল্যানও আনছে, যাতে বিনামূল্যে ইন্টারনেট ও কলিং সুবিধা দেওয়া হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু পরিকল্পনা সম্পর্কে…

সম্প্রতি জিও একটি ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে। যার মূল্য ৯৯৬ টাকা। জিওর ৯৯৬ ফ্যামিলি প্ল্যানেও আপনি অনেক ফিচার পেয়ে যাবেন। এর বিশেষত্ব হলো এতে আপনি মাত্র ১টি সিমের জন্য টাকা পরিশোধ করলেও একসঙ্গে পাচ্ছেন ৩টি অ্যাড-অন সিম। আপনি যদি সিমের দামের দিকে তাকান তবে আপনাকে মাসে মাত্র ২৪৯ টাকা দিতে হবে এবং এতে আপনি এক ধাক্কায় ১১৫ জিবি ডেটা আনলিমিটেড কলিং, 5G ডেটা পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের সুবিধাও।

jio ambani 1280

Jio-র 897 Family Plan-এ কী কী আছে জানেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই প্ল্যানে গ্রাহকরা 110GB Data পেয়ে যাবেন। এছাড়াও, একটি সিমের জন্য মাসে ২৯৯ টাকা গুণতে হবে। অর্থাৎ মোট ৩টি সিম কার্ড রয়েছে যেগুলোতে আপনি কলিং, ডাটা উপভোগ করতে পারবেন। এই পরিস্থিতিতে, এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে।

এবার আসা যাক ৭৯৮ টাকার ফ্যামিলি প্ল্যান সম্পর্কে। Jio-র এই ৭৯৮ টাকার প্ল্যানেও আপনি কিন্তু  অনেক সুবিধা পেয়ে যাবেন। তবে এতে ব্যবহার করার জন্য মোট ২টি সিম রয়েছে। এর পাশাপাশি মোট ১০৫ জিবি ডেটাও দেওয়া হচ্ছে গ্রাহকদের। অর্থাৎ মোট ২টি সিমে আপনাকে কল করা থেকে শুরু করে ডেটা করার সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি নম্বরের জন্য আপনাকে দিতে হবে ৩৯৯ টাকা। এসব পরিকল্পনার চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে এ ধরনের ব্যবহারকারীদের জন্য যারা কম দামে ভালো অফার খুঁজছেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর