এবার এতটা বাড়বে খরচ! ৭০ কোটি গ্রাহককে ঝটকা দিয়ে এই পরিষেবা বন্ধ করছে Airtel-Jio

নতুন বছরে বড়সড় ধাক্কা খেতে চলেছেন এয়ারটেল (Bharti Airtel) ও রিলায়েন্স Jio-র গ্রাহকরা। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে। এখন আপনিও নিশ্চিয়ই ভাবছেন যে কী হল হঠাৎ? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে এই দুই টেলিকম সংস্থা সারা দেশে 5G পরিষেবা চালু করতে শুরু করে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই দুটি টেলিকম সংস্থা দেশের 5G চালুর প্রথম ধাপ সম্পন্ন করেছে। ২০২৪ সালের এপ্রিলের মধ্যে দেশের সব এলাকায় ফাইভ-জি সেবা চালু করবে এই দুই প্রতিষ্ঠান।

   

যদিও এবার এয়ারটেল এবং জিও দেশের ৭০০ মিলিয়ন ব্যবহারকারীকে বড়সড় ধাক্কা দিতে চলেছে। কারণ এবার এই দুটি টেলিকম সংস্থাই এই বছরের জুনের মধ্যে তাদের আনলিমিটেড ও বিনামূল্যে 5G ডেটা সুবিধা শেষ করতে চলেছে। ফলে এবার থেকে ব্যবহারকারীদের প্ল্যানে পাওয়া ডেটা ছাড়াও 5G ডেটা ব্যবহার করতে হলে অতিরিক্ত টাকা গুনতে হবে।

২০২৪ সালে সারা দেশে ৫জি চালু হওয়ার পর এই Jio ও Airtel-এর তরফে দেওয়া আনলিমিটেড বিনামূল্যে ৫জি ডেটা সুবিধা বাতিল করা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে এই দুই কোম্পানি তাদের ৫জি প্ল্যানও চালু করতে পারে, যা বর্তমান পরিকল্পনার চেয়ে ৫ থেকে ১০ শতাংশ বেশি ব্যয়বহুল হতে পারে। এদিকে দেশের অন্যতম দুটি বড় টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া এবং বিএসএনএল এখনও 5G পরিষেবা চালু করে উঠতে পারেনি।

airtel jio

এয়ারটেল এবং জিওর মোট গ্রাহক সংখ্যা প্রায় ৭০ কোটি। এমন পরিস্থিতিতে আনলিমিটেড ফ্রি ৫জি ডেটার সুবিধা নেওয়া এই ব্যবহারকারীরা বিনামূল্যে সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন। তবে এই দুই টেলিকম সংস্থা এখনও এ বিষয়ে কিছু জানায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ৫জি ডেটার জন্য ব্যবহারকারীদের ৫ থেকে ১০ শতাংশ বেশি খরচ করতে হবে। তবে এর জন্য ব্যবহারকারীদের বর্তমান ডেটার চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি ডেটাও দেওয়া হবে।

দেশের সব টেলিকম কোম্পানিই তাদের ইউজার প্রতি গড় আয় (এআরপিইউ) বাড়ানোর চেষ্টা করছে, যাতে 5G অবকাঠামো ও স্পেকট্রামের খরচ কমানো যায়। টেলিকম সংস্থাগুলি তাদের এআরপিইউ বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করতে পারে। এয়ারটেল এবং জিওর বর্তমানে ১২৫ মিলিয়ন বা ১২.৫ কোটি ৫জি গ্রাহক রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর