চলে এল ভারতের প্রথম ফ্যামিলি স্কুটি, মাত্র ৯৯৯ টাকায় করুন বুক

বাইক প্রেমীদের জন্য এবার চমকপ্রদ খবর আনল ভারতের শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার সংস্থা Ather Energy। এবার এই কোম্পানি এমন একটি বাইক আনতে চলেছে যেটি আপনি মাত্র ৯৯৯ টাকা দিয়ে বুক করতে পারবেন। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম দিনের আলোর মতো সত্যি।

আসলে Ather কোম্পানির Rizta ফ্যামিলি ইলেক্ট্রিক স্কুটার বাজারে লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। এই বাইকের অপেক্ষা দীর্ঘদিন করছিলেন মানুষ। তবে এবার অবশেষে সকলের অপেক্ষার অন্ত হতে চলেছে। এই Ather Rizta বাইকের প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। আপনিও যদি এই বাইক কেনার জন্য মুখিয়ে থেকে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

   

জানা যাচ্ছে, আগামী ৬ এপ্রিল এই বাইক লঞ্চ করবে কোম্পানি/ ইচ্ছুক গ্রাহকরা এই ইলেকট্রিক স্কুটারটি মাত্র ৯৯৯ টাকা দিয়ে প্রিবুক করে নিতে পারবেন। কোম্পানির দাবি, এই Ather Rizta বাইকটি বিশেষ করে যাদের পরিবার একটু বড় তাঁদের কথা ভেবে তৈরি করা হয়েছে। এমনিতে নিয়ম অনুযায়ী, একটি বাইকে ২ জন সওয়ারি থাকতে পারেন। কিন্তু এর বেশি হলেই রাস্তায় ফাইন কপালে লেখা থাকেই। তবে এবার সেই ব্যাপারে চিন্তার দিন শেষ।

Ather Rizta বাইকটিতে সিট ক্যাপাসিটি বেশ অনেকটাই রয়েছে। এই মর্মে সম্প্রতি একটি ছবিও শেয়ার করেছিলেন এথার ফাউন্ডার তরুণ মেহতা। এমনিতে এথার কোম্পানির Ather 450S ইলেকট্রিক স্কুটারটি বাইকপ্রেমীদের বিপুল জনপ্রিয়তা পেয়েছে। যাইহোক এবার আসছে আরও একটি নতুন বাইক। এর মধ্যে তেমনই ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেগুলি অন্যান্য মডেলও ব্যবহার করা হয়েছে। Ather 450X-এর মতো, Ather Rizta 2.9kWh ব্যাটারি প্যাকে দুটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। এটি প্রথম এলসিডি ড্যাশ সহ সস্তা সংস্করণ হতে পারে। দ্বিতীয় সংস্করণ হিসাবে, টাচস্ক্রিন টিএফটি কনসোলটি রিজটায় পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, Ather Rizta স্পিকার নাও পেতে পারে, কারণ Halo হেলমেটে এই ফিচার দেওয়া হতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর