IPL: আচমকা জরুরি বৈঠকের ডাক দিলেন জয় শাহ! থাকবেন আইপিএল টিম মালিকরা

জোর কদমে চলছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। ইতিমধ্যে প্রতিটি দল ২-৩ টি করে ম্যাচ খেলে ফেলেছে। এরই মধ্যে সোমবার দুপুরে পাওয়া গেল বড় খবর। ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ড (BCCI) ডেকে পাঠিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজির কর্তাদের। জরুরি বৈঠক। আপাতত আইপিল দলের কর্তা ও বিসিসিআই-এর মধ্যে হতে চলা এই বৈঠকের খবর নিয়ে সরগরম ক্রিকেট মহল। কেন এই বৈঠক, কী নিয়ে হতে চলেছে আলোচনা সে ব্যাপারে শুরু হয়েছে জোর জল্পনা।

আইপিএল ২০২৪ নিয়ে ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতি ম্যাচের পর পয়েন্ট টেবিলে হচ্ছে রদবদল। লিগ যে আগামী দিনে আরও রোমাঞ্চকর হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এসবের মধ্যে বড় কিছু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ২০২৪ চলাকালীন জরুরি বৈঠক ডেকেছে বিসিসিআই। আগামী ১৬ এপ্রিল গুজরাটের আহমেদাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গিয়েছে।

   

এদিন ক্রিকেট প্রেমীদের দুদিকে নজর রাখতে হবে। আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ হতে চলেছে। অন্য দিকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই কর্তারা। বিসিসিআই সচিব জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বৈঠকে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

আইপিএল ২০২৪-এর মাঝপথে বিসিসিআই-এর ডাকা এই বৈঠক নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, এই বৈঠকে আগামী বছর যে মেগা নিলাম হতে চলেছে সেই নিয়ে আলোচনা হতে পারে। অনেক ফ্র্যাঞ্চাইজি দাবি করছে দলের রিটেনশন খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে ৮ করা হোক, যাতে তারা তাদের মূল খেলোয়াড়দের ধরে রাখতে পারে। তবে সমস্ত ফ্রাঞ্চাইজির মতামত সমান নয়। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী দিনের জন্য আইপিএলের রুট ম্যাপ নিয়েও কথা হতে পারে এই বৈঠকে।

ষোলো তারিখের বৈঠকে ১০টি দলের মালিকরা উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া ফ্রাঞ্চাইজিগুলোর সিইও এবং অপারেশনাল টিমও মালিকদের সঙ্গে সভায় যোগ দিতে পারেন। রাইট টু ম্যাচ কার্ড আরও একবার চালু করা উচিৎ কি না সে ব্যাপারেও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। এর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে ।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর