48MP ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে সবথেকে সস্তার iPhone! দামে থাকবে চরম চমক

বাজারে আসতে চলেছে সবথেকে কম দামের Apple iPhone। দীর্ঘ দিন ধরে এই ফোন বাজারে লঞ্চ হওয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল। এবার পাওয়া গিয়েছে বড় আপডেট। প্রকাশ্যে এসেছে ফোনের ছবি। একটি নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এই ছবি থেকে অনুমান করা হচ্ছে সব থেকে কম দামের আইফোনে থাকতে চলেছে দুর্দান্ত কিছু ফিচার।

অনেকে কম দামের ফোন কিনে থাকেন। যার যেমন সামর্থ্য তার তেমন ফোন কেনাই উচিৎ। বাজেট অনুযায়ী বেশিরবাগ লোক নিজের পছন্দের ফোন কিনে থাকেন। কিন্তু সত্যি কি সেটাই ক্রেতার পছন্দ? নামকরা কোম্পানির সেরা ফোন কেনার বাসনা অনেকের মনেই থাকে, কিন্তু কেনা হয়ে ওঠে না। অ্যান্ড্রয়েড ফোন ইউজাররাও অ্যাপেল আইফোনের প্রতি আগ্রহী হন। অ্যাপেলের নতুন কোনও প্রোডাক্ট রিলিজ করলে খোঁজখবর রাখেন টেক প্রেমীরা। আইফোনের দাম খুব বেশি। সবার পক্ষে কেনার সম্ভব হয় না। কিন্তু আইফোনের দাম যদি কম হয় তাহলে?

   

বাজেটের কথা মাথায় রেখে বাজারে আসতে চলেছে iPhone SE 4। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ছবি অনুযায়ী iPhone SE 4 এর জন্য ডিজাইন হতে চলেছে অনেকটা আলাদা। ফোনটি হতে পারে ট্রান্সপারেন্ট। সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর থাকতে পারে ফোনে। iPhone 13 সিরিজের ফোনে এরকম ফিচার কোম্পানি আগেই দিয়েছে। তাই আসন্ন ফোনের দাম কম রাখা হলেও প্রিমিয়াম ফিল পাবেন ব্যবহারকারীরা।

iPhone SE 4 -এর ব্যাক সাইডে কিছু আপডেট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেলের অন্যান্য মডেলের মতো আসন্ন এই আইফোনেও অন্যতম আকর্ষণীয় ফিচার হতে চলেছে এর ক্যামেরা। ফাঁস হওয়া পোস্ট অনুযায়ী, ফোনটির পেছনে একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর থাকতে পারে যা ৪৮ মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন হতে পারে। ব্যাক ডিজাইনে এলইডি ফ্ল্যাশ ও মাইক্রোফোন থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ক্যামেরা মডিউলটির নকশা অ্যাপলের পুরনো আইফোন এক্সআর মডেলের মতোই। ক্যামেরার সঙ্গে iPhone SE 4 এর স্ক্রিনটি হতে পারে বেশ বড় সাইজের।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর