PhonePe, Gpay অতীত! এবার বাজারে চলবে শুধুই আম্বানির UPI, মিলবে বিরাট সুবিধাও

যত সময় এগোচ্ছে ভারত ততই যেন আরো ডিজিটালি উন্নত হয়ে যাচ্ছে। যেমন ধরা যাক অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। এখন জায়গায় জায়গায় রয়েছে বিভিন্ন স্ক্যানার মেশিন, যার মাধ্যমে টাকা আদানপ্রদান করা যায়। এখন অনেকেই আছেন পকেটে বেশি ক্যাশ টাকা নিয়ে ঘোরেন না, কারণ এখন স্ক্যানার থাকলেই যথেষ্ট।

ছোটখাটো মুদিখানার দোকান থেকে শুরু করে মাছ, মাংস, সবজির দোকানে অবধি এখন সকলে স্ক্যানার রাখছেন। এদিকে এই স্ক্যানার রাখার দরুন সকলের অনেক সুবিধাও হয়েছে বইকি। মিটেছে খুচরো সমস্যাও। এখন ভারতে Google Pay, Paytm, UPI, Bharat Pe সহ বেশ কিছু কোম্পানি আছে যেগুলির মাধ্যমে ট্রান্সেকশন করা যায়। তবে এবার এই অনলাইন পেমেন্টের ব্যবসায় নেমে পড়ল মুকেশ আম্বানির কোম্পানি।

   

হ্যাঁ এবার মুকেশ আম্বানিও আনতে চলেছেন এমনই অনলাইন পেমেন্ট সিস্টেম। আর এর নাম হবে Jio UPI। টেলিকম সেক্টরে আলোড়ন সৃষ্টির পর এবার ইউপিআই সেক্টরেও ঢোকার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। জিও তার ইউপিআই সিস্টেম Jio Soundbox চালু করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই Jio Pay QR কোড একাধিক রিটেল স্টোরে দেখা গেছে। এই Soundbox-এ একাধিক ফিচার্স রয়েছে এবং এটি একটি পয়েন্ট-অফ-সেল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ছোট মেট্রো শহরগুলিতে এই টেস্টিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই শহরগুলি হল জয়পুর, ইন্দোর এবং লখনউ ইত্যাদি।

এদিকে UPI সেক্টরে আম্বানির কোম্পানির প্রবেশের খবরে স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়ে যাবে অন্যান্য কোম্পানিগুলির। খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ হতে চলেছে Jio Soundbox। এটি এখন খুচরা বিক্রয়কেন্দ্রগুলির জন্য একটি পরীক্ষামূলক হিসাবে শুরু করা হয়েছে। এটি এই পরীক্ষা সফল হলে এটিও বাজারে লঞ্চ করা হতে পারে বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর