ভ্যাপসা গরমে এই নম্বরে সেট করুন AC, বাঁচবে বিদ্যুৎ, ঘর হবে বরফের মতো ঠাণ্ডা

গরমের মরসুম এসে গেছে। ইতিমধ্যে বহু জায়গার পারদ ৪০ ডিগ্রি পার করে গেছে। আর বাইরের এহেন পরিস্থিতি দেখে অনেকেই বাড়ি থেকে বেরনোর কথা ভাবলেই আঁতকে উথছেন রীতিমতো। এই গরম থেকে বাঁচতে আবার অনেকেই এখন হাইস্পিড ফ্যান, টেবিল ফ্যান, কুলার, এসি কিনছেন। আপনিও কি তাই করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।

গরমের মরসুম আসা মানেই মানুষের মধ্যে এসি কেনার প্রবণতা দেখতে পাওয়া যায়। আবার অনেকেই আছেন এসি চালালেই বিদ্যুতের অনেক বিল আসবে এই ভয়ে কেনেন না। কিন্তু আর চিন্তা নেই। আজ এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এই ভ্যাপসা গরমেও একটি বিশেষ নম্বরে এসি চালালে বাড়তি বিল আসবে না। এছাড়া বাড়িটাও কাশ্মীর মনে হবে।

   

কীভাবে নিশ্চয়ই ভাবছেন? তাহলে জেনে নিন। বেশির ভাগ মানুষই এসি ব্যবহার করেন কিন্তু এর মোড ঠিকমতো ব্যবহার করেন না, যার কারণে বিদ্যুৎ বিল দ্রুত বাড়তে শুরু করে। মানুষ ভাবেন ১৮ থেকে ২১ ডিগ্রির মধ্যে এসির তাপমাত্রা রাখলে দ্রুত ঘর ঠাণ্ডা হয়ে যাবে। কিন্তু এতে ঘর ঠাণ্ডা হলেও বিদ্যুতের বিল তরতরিয়ে বেড়ে যায়। আপনি যত কম তাপমাত্রায় এসি সেট করবেন, তাতে বিদ্যুৎ বিল বাড়বে এবং তা শারীরিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

জেনে নিন এসি কততে রাখলে আপনার বাড়িতে বাড়তি বিদ্যুতের বিল আসবে না। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি অর্থাৎ বিইই অনুসারে, এসির সবচেয়ে আদর্শ তাপমাত্রা ২৪ ডিগ্রি। আপনি যদি আপনার এয়ার কন্ডিশনারটি ২৪ ডিগ্রি তাপমাত্রায় সেট করেন তবে এটি বিদ্যুতের বিলকে এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেবে। অর্থাৎ এসির এই তাপমাত্রা আপনার পকেটে বাড়তি বোঝা চাপাবে না।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর