‘আমি যতক্ষণ আছি …’ এই মন্ত্রেই ভারতকে বিশ্বকাপ জেতান গম্ভীর! 13 বছর পর ফাঁস রহস্য

দেখতে দেখতে পেরিয়ে গেল ১৩ বছর। ২০১১ সালে ২ এপ্রিল। বিশ্বকাপ জিতেছিল ভারত। গৌতম গম্ভীরের খেলা সেদিনের ইনিংসের কথা ভুলতে পারবেন না ক্রিকেট প্রেমী কোনও ভারতীয়। সময়ের নিয়মে ক্যালেন্ডারে এসেছে আরও একটা এপ্রিল। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ২ এপ্রিল ২০১১-এর ম্যাচের বিভিন্ন ভিডিও। বারবার দেখা হচ্ছে গৌতম গম্ভীরের খেলা ইনিংসের ক্লিপিংস।

ম্যাচের টুকরো টুকরো অংশের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি সাক্ষাৎকারে ভিডিও। সাক্ষাৎকারটি গৌতম গম্ভীরের। সাক্ষাৎকারটি পুরনো। কিন্তু যারা এগারোর বিশ্বকাপ জয় সম্পর্কে কিংবা গৌতম গম্ভীর সম্পর্কে আরও জানতে চান তাদের জন্য এই ভিডিওতে গুরুত্বপূর্ণ। গম্ভীর বরাবর ইস্পাত কঠিন মানসিকতার জন্য পরিচিত। সাক্ষাৎকারেও বারবার উঠে এসেছে তাঁর মনের এই দিক।

   

২০১১ বিশ্বকাপ জয়ের ১৩ বছর পর গৌতম গম্ভীরের একটি সাক্ষাৎকারের ছোট্ট অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিশেষ মাস উপলক্ষ্যে। কয়েক মাস আগে এই সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ২০১১ ওডিআই বিশ্বকাপ ফাইনাল ও নিজের ইনিংসের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “প্রত্যেকের জীবনে বড় মুহুর্ত আসে, আমরাও বড় মুহুর্তের জন্য অপেক্ষা করে থাকি। এখন ভাবি সেদিন যদি রান করতে না পারতাম তাহলে কী হতো। প্রথম দিকে খুব একটা চাপ মনে হয়নি। কিন্তু লাসিথ মালিঙ্গার বলে সচিন তেন্ডুলকর আউট হওয়ার পর আমাদের ওপর চাপে চলে এসেছিল। তবে আমার নিজের ওপর বিশ্বাস ছিল। যতক্ষণই ক্রিজে থাকি না কেন, দুটো বল, চারটে বল যাই হোক না কেন, ভারত জিতবেই।” একই সঙ্গে গম্ভীর বলেছেন, “আমার নিজের ওপর যদি এই বিশ্বাস না থাকে, তাহলে ভারতীয় দলের ড্রেসিংরুমে বসে ভারতের হয়ে খেলার কোনও অধিকার আমার নেই।”

গম্ভীর ম্যাচের শেষ বল পর্যন্ত মাঠে থাকতে পারেননি। তাঁর উইকেট যখন পড়ল, ততক্ষণে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতে জয়ের জন্য ভারতকে করতে হতো ২৭৫ রান। গম্ভীর যখন আউট হলেন তখন ভারতের স্কোর ৪১.২ ওভারে ২২৩ রান। জয়ের জন্য ৫২ বলে দরকার ৫২ রান। তখনও বাকি ৬ উইকেট। জয় যে কার্যত নিশ্চিত ততক্ষণে বুঝে গিয়েছিলেন আপামর ভারতবাসী।

১২২ বলে ৯টি চারের সাহায্যে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর। শুধু ২০১১ সাল নয়, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেরও জয়ের নায়ক
গৌতম গম্ভীর। ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ভারতীয় দলের দু’টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখতে পেরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গৌতম গম্ভীর খেলেছিলেন ৭৫ রানের ইনিংস। ৫৪ বলে ৮টি চার ও ২টি ছয় মেরে দলকে পৌঁছে দিয়েছিলেন জয়ের দোরগোড়ায়।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর